বাংলাহান্ট ডেস্কঃ এমন কিছু মন্ত্র (Mantra) আছে যা, মানুষ যদি নিয়ম করে পাঠ করেন, তাহলে জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে।
“ওম সার্বেশম সাভাস্তির ভবতু”– শান্তি স্বরূপ এই মন্ত্র পাঠে মন শান্ত হয়। সারাদিন ধরে বিভিন্ন সময়ে মনে মনে এই মন্ত্র পাঠে, বাড়ি অফিস সর্বত্রই মাথা ঠাণ্ডা থাকবে আপনার।
“ওম গম গনপাতেয়া নামহ”– জীবনের চরম সমস্যার মধ্যে গণপতি বাপ্পার পায়ে আত্মসমর্পন করে পাঠ করুন এই মন্ত্র, ফল মিলতে সময় লাগবে না। দ্রুততার সাথে এগিয়ে যাবেন জীবনের চেনা ছন্দে।
গায়ত্রী মন্ত্রঃ ওঁ ভূর্ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ
এই মন্ত্র উচ্চারণে মনের এবং আশেপাশের সকল নেগেটিভ এনার্জির মুক্তি ঘটে, বিরাজ করবে সমস্ত পজেটিভ এনার্জি। সাথে সাথে শরীর, মনের সমস্ত ক্ষত এবং যন্ত্রণার উপশম হবে।
“ওম” মন্ত্রঃ মনকে শান্ত করার পাশাপাশি, সকল রোগ ব্যাধি থেকে দূরে রাখবে আপনাকে। দুঃখের কোন স্থান থাকেব না জীবনে।
“ওম নমঃ শিবায়”– সকল দেবতার দেব মহাদেবের উদ্যেশ্যে এই মন্ত্র পাঠ করলে, সকল দুঃখের অবসান ঘটে, আনন্দ আলোকময় হয়ে যাবে জীবন। মানসিক চাপ দূর হবে, ফিরবে আত্মবিশ্বাস।
“ওম মানি পদমে হাম”– বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে দিনে কমপক্ষে হাজার বার এই মন্ত্র পাঠে, জীবন থেকে দূর হয় অশান্তির কালো মেঘ। এমনকি মৃহদেহ দাহ করবার সময় এই মন্ত্র পাঠ করলে, চিতার ধোঁয়া এবং গন্ধ যেসকল ব্যকিত্র কাছে যায়, তাঁদের জীবন থেকে সব পাপ বোধ দূর হয়ে যায়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এই মন্ত্র পাঠে এবং কোন ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে না।
মন্ত্র পাঠ করুন নিয়ম মেনে, জীবন ভরে উঠবে সুখ শান্তিতে।