বাংলাহান্ট ডেস্কঃ করোনা প্রাণ কাড়ল আরও এক তৃণমূল (All India Trinamool Congress) বিধায়কের। এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস (Samaresh Das) করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। গত ১৮ জুলাই তাঁর শারীরিক অবস্থার অবন্নতির কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জ্বর, সর্দি ইত্যাদি করোনা উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে।
হাসপাতালের করোনা টেস্ট পজেটিভ আসায় তাঁকে পাঁশকুড়ার মেচগ্রামে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবন্নতির কারণে বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ, প্রবল শ্বাসকষ্ট সহ একাধিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষের দিকে তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। চিকিৎসায় কোনরকম ত্রুটি না থাকা সত্ত্বেও শেষরক্ষা হল না। নিজের এলাকায় কাজের মানুষ হিসাবে পরিচিত মানুষটি ৭৭ বছর বয়সে করোনার রোষে প্রাণ হারালেন। শাসক দলের আরও এক বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে।