বসন্তেই আসবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে (Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্ত (Whirlwind) সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের ফলে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি (Rain)। শীত যেমন গিয়েও যাচ্ছে না, তেমনই বর্ষাও সময়ের আগে বারবার চলে আসছে। সোমবার এবং মঙ্গলবার কলকাতাসহ (Kolkata) প্রায় সব রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আলিপুর (Alipore) আবহাওয়া দফতর (Weather Office)।

Rain in India2 2.2e16d0ba.fill 650x500 1

শীতের দাপট যেতে না যেতেই বর্ষার আগমন। আবার এবছর গ্রীষ্মও তাঁর কঠিন মূর্তি ধারণ করবে। বসন্তেই শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টি গিয়ে গরম উঁকি মারলেও শীত কিন্তু নিজের জায়গা পুরোপুরি ছেড়ে দেয়নি। এরই মাঝে আবার ঢুকতে চাইছে বর্ষা। সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন হাওয়া অফিস। তবে সপ্তাহের মাঝে আবার বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে বলে জানায় তারা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে।

বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টি থাকবে। দোলের আগেই এক প্রস্ত বর্ষার আগমন ঘটবে বলে মনে করছেন আবহাওয়া দফতর। কলকাতায় রোদ ঝলমলে মেঘমুক্ত আকাশ ছিল রবিবার সারাদিন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম, ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।

kolkata rains today

তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এবারে বাড়বে তাপমাত্রা। গরম পড়বে শহরেও। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

 

Smita Hari

সম্পর্কিত খবর