বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে শুক্রবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনও রকম মেধাতালিকা প্রকাশ করা হয়নি এবছর। বিকেল তিনটেয় সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এবছর উচ্চমাধ্যমিকের সর্বোচ্চ নম্বর ৪৯৯।
জানা গিয়েছে, এবছর উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে একসঙ্গে ৪ ছাত্র-ছাত্রী। সংসদের ঘোষিত সেই নম্বর পাওয়ায় একসঙ্গে চারজনই প্রথম হয়েছেন বলে জানা যাচ্ছে। ওই চারজন হলেন কলকাতার স্রোতশ্রী রায়, বাঁকুড়ার ছাত্র গৌরব মণ্ডল এবং অর্পণ মণ্ডল এবং হুগলির ঐক্য বন্দ্যোপাধ্যায়।
কলকাতার (kolkata) স্রোতশ্রী রায় এবং হুগলি কলেজিয়েট স্কুলের ঐক্য বন্দ্যোপাধ্যায়ও পেয়েছেন ৪৯৯ নম্বর। এরা ৫০০র মধ্যে ৪৯৯। শতকরা হিসেবে ৯৯.৮। আর এবার এমন রেকর্ড নম্বর পেয়েছেন চার ছাত্র-ছাত্রী। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে এবছর মোট ৬লক্ষ ৮০হাজার ৫৭ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে।
স্রোতশ্রী বলেন, আমার কাছে এই ফল একেবারে অপ্রতাশিত ছিল। করোনার কারনে ৩ টি পরীক্ষা হয়নি। আমরা একমাত্র ভরসা ছিল অঙ্কতে যদি ভালো হয় তাহলে ঐ গুলোতেও ভালো হবে। অঙ্কতে ১০০ পাব একদমই আশা করিনি। ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিসটিকে ১০০ তে ১০০ই পেয়েছি।
ইংরেজি ৯৯ পেয়েছি। আমি প্রত্যেকদিন স্কুলে যেতাম। তারা আমাকে খুব সাহায্য করেছে। আমি কোচিংয়ে পড়তাম না। বাড়িতে পড়াশুনা করতাম। আমি অনেক পড়াশুনা করতাম।