আমেরিকায় স্থাপিত হল ২৫ ফুট উঁচু ভগবান হনুমানের মূর্তি, জয়জয়কার চলছে পুরো দেশে

বাংলাহান্ট ডেস্কঃ সংকটমোচী মহাবলি হনুমান (Hanuman), সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তগণ। এমনকি আমেরিকায়ও (America) যে বিরাট ভক্তকূল বসবাস করেন ভগবান হনুমানের, তাঁর প্রমাণও পাওয়া গেল। সম্প্রতি ২৫ ফুট উঁচু এক বিশাল হনুমানের মূর্তি বসানো হল ডেলাভিয়ারে। যার প্রশংসা চলছে সমগ্র বিশ্ব জুড়েই।

নব স্থাপিত এই মূর্তি নিয়ে চর্চাও করছে মার্কিন সংবাদ সংস্থাগুলো। এক মার্কিন সংবাদ সূত্রে জানা যায়, কালো গ্রানাইট দিয়ে তৈরি এই মূর্তি তৈরি করতে প্রায় ১ বছর সময় লেগেছে।

hanuman 6

মূর্তি স্থাপন
হ্যাকিসনের হিন্দু মন্দির অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ পাটিবন শর্মা জানিয়েছেন, কার্যকরীভাবে মূর্তি নির্মাণের কাজ শেষ হওয়ার পর মন্দিরে স্থাপন করা হয়েছে। এরপর পণ্ডিতদের সাহায্যে ৫-১০ দিনের অনুষ্ঠানে অগ্নিপ্রসাদ অনুষ্ঠানসহ আরও বিভিন্ন নিয়মকানুন পালন করা হয়। মূর্তি স্থাপনের জন্য যন্ত্র প্রতিষ্ঠা এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তিটির ওজন প্রায় ৪৫ টন এবং এটিকে অয়েরেঙ্গল তেলেঙ্গানা থেকে আমেরিকায় আনা হয়েছে।

চর্চা চলছে সর্বত্র
নিউ ক্যাসেলের স্পিরিট চার্চে আওয়ার লেডি কুইন অফ পিসের মূর্তির পর ডেলাভিয়ারে ভগবান হনুমানের মূর্তি দ্বিতীয় বৃহত্তম ধার্মিক মূর্তি। আমেরিকায় স্থাপন করা হিন্দু ভগবানের মূর্তির মধ্যে সবথেকে উঁচু মূর্তি হওয়ায় এটিকে বহুল চর্চা চলছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই অনুষ্ঠানে খুব বেশি পরিমাণে মানুষজন অংশ নিতে পারেনি।

shib 7

স্থাপিত হবে শিব মূর্তিও
আমেরিকায় ভগবান হনুমানের মুর্তি ছাড়াও কম্বোডিয়ায় ভগবান শিবের মূর্তি স্থাপনের কথাবার্তা চলছে। প্রায় ৫০০ কোটি টাকা খরচা হতে পারে এই মূর্তি নির্মানে। ভগবান শিবের ১৮০ ফুট উঁচু মূর্তির সাথে ৫ টি মন্দির নির্মান করা হবে। শোনা যাচ্ছে পূর্ব এশিয়ায় সনাতন হিন্দু সংস্কৃতি এবং ধর্ম প্রচারের উদ্যেশ্যে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Smita Hari

সম্পর্কিত খবর