সাকিব আল হাসান, তামিম ইকবাল সহ বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার তাদের বিভিন্ন দাবি নিয়ে সোমবার থেকে আন্দোলন শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে আগামী মাসে হতে চলা ভারত বনাম বাংলাদেশ সিরিজ ঘিরে অনিশ্চিতয়া তৈরি হয়েছে। কারণ এই ভাবে ক্রিকেটাররা আন্দোলন করলে আগামী মাসে সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল পাঠানো মুশকিল হয়ে পড়বে।
আগামী 3 ই নভেম্বর ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে। আর তার পরেই সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম এবং বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 7 ই এবং 10 ই নভেম্বর। আর তারপরেই দুই দলের মধ্যে টেষ্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। প্রথম টেষ্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 ই নভেম্বর মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেষ্ট ম্যাচটি হওয়ার কথা রয়েছে 22 শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে।
কিন্তু এই মুহূর্তে এই সিরিজ ঘিরে প্রতিবদ্ধকতার সৃষ্টি হয়েছে। আর তার মূল কারণ বাংলাদেশ ক্রিকেটারদের আন্দোলন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সোমবার একটি সাংবাদিক সম্মেলন করে জানান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের খেলোয়াড়দের সঙ্গ দিচ্ছে না। বেতন থেকে শুরু করে ক্রিকেট পরিকাঠামো উন্নয়ন সহ 11 দফা দাবি রয়েছে তাদের। আর এই সমস্ত দাবি যতদিন না মেনে নেবে বোর্ড ততদিন পর্যন্ত তারা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান সহ বাকি ক্রিকেটাররা।