এই ব্যাবসাটিতে মাত্র ৫৫ হাজার টাকা বিনিয়োগে লাভ করুন ১.৬৮ লক্ষ টাকা

বাংলাহান্ট ডেস্কঃ নতুন উদ্যোক্তাদের জন্য এক অসাধারন স্কিম এনেছে মোদী সরকার। এবার এই স্কিমে অনেকটা কম সুদে মিলবে লোন। কিন্তু কি ব্যাবসা করবেন যা একই সাথে হবে অভিনব , লাভের পরিমানও হবে যথেষ্ট। জেনে নিন এমনই একটি ব্যবসা সম্মন্ধে

বনানা ফাইবারের ব্যবসা মাত্র ৫৫ হাজার টাকা ইনভেস্ট করলেই এই ব্যাবসা থেকে আয় করতে পারবেন ১.৬৮ লক্ষ টাকা।

8ed47747264e96b676b99291e15de4c5

বনানা ফাইবার অর্থাৎ কলার গাছের তন্তু দিয়ে জিনিস তৈরি করে খুব কম পয়সায় মাত্র ৫৫ হাজার টাকা ইনভেস্ট করে আপনি পেতে পারেন বিপুল লাভ। কলার ফাইবার থেকে হ্যান্ড ব্যাগ, কারপেট, চটাই, বেল্ট, কাপড়, শাড়ি, স্যান্ডেল, ডোরম্যাট, ফটো ফ্রেম, সোফা কভারের মতো প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে ৷ বাড়ি সাজানোর জন্যেই কলা গাছের ফাইবারের তৈরি জিনিস ব্যবহার করা হয়ে থাকে ৷

এই ব্যবসা করার জন্য ১২০০ বর্গফুটের ঢাকা এলাকা লাগবে ৷ এর পাশাপাশি ৫ কিলোওয়াট বিদ্যুতের ব্যবস্থাও রাখতে হবে ৷ প্ল্যান্ট ও মেশিনারির জন্য ১.৩০ লক্ষ টাকা খরচ করতে হবে ৷ ইউনিট লাগানোর জন্য ৫৫ হাজার টাকা ইনভেস্ট করতে হবে ৷ ওয়ার্কিং ক্যাপিটল হিসেবে ৭০ হাজার টাকা লাগবে ১ মাসের জন্য।

কেন্দ্রীয় সরকারের স্কিম অনুযায়ী প্রোজেক্টটি দেখালে ব্যাঙ্কের তরফে ১ লক্ষ টাকার লোন পাওয়া যাবে ৷ প্রোডাক্ট তৈরি, বিক্রি, ট্যাক্স, কর্মচারীদের বেতন ও লোনের সুদ মিলিয়ে গোটা বছরে মোট খরচ হবে ৫ লক্ষ টাকার কাছাকাছি ৷ কমপক্ষে ৬.৬৫ লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করা যাবে প্রতি বছর ৷ অথার্ৎ  ১.৬৬ লক্ষ টাকা লাভ হবে প্রথম বছরেই অর্থাৎ মাসে ১৪ হাজার টাকা। সময়ের সাথে সাথে সঠিক ভাবে চালাতে পারলে লাভ বাড়বে।


সম্পর্কিত খবর