আমেরিকাও ভারতের পিছনে! এই ক্ষেত্রে বিশ্বে প্রথম দু’টি স্থান দখল করল স্বদেশী কোম্পানিগুলি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ মূল্যবান কোম্পানি হোক বা সবচেয়ে ইনোভেটিভ কোম্পানি, প্রতিটি ক্ষেত্রেই আমেরিকা (America) শীর্ষে থাকে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলির অধিকাংশই আমেরিকার। কিন্তু ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস (World Of Statistics) এমন একটি তালিকা প্রকাশ করেছে যেখানে ভারতীয় কোম্পানিগুলি (Indian Companies) প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

মূলত, এই তালিকাটি হল ২০২৩ সালে সবচেয়ে বেশি বাণিজ্যিক বিমানের অর্ডার দেওয়া সংস্থাগুলির। ২০২৩ সালে, ভারতীয় বিমান সংস্থাগুলি প্রচুর সংখ্যক বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল।

সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্যিক বিমানের অর্ডার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডিগো ২০২৩ সালে, বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল। জানা গিয়েছে, এই বিমান সংস্থাটি ৫০০ টি বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল। এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরেক ভারতীয় বিমান সংস্থা। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ২০২৩ সালে ৪৭০ টি বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল।

আরও পড়ুন: ভারত সফরের আগে বড় ঝটকা খেলেন মাস্ক! ডুবল ২৪ লক্ষ কোটি টাকা

তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্স: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইন্স। যেটি ১৫৬ টি বিমানের অর্ডার দিয়েছিল। অর্থাৎ, এই অর্ডারটি ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার দেওয়া অর্ডারের চেয়ে অনেক কম। চতুর্থ স্থানে ছিল দুবাইয়ের এমিরেটস। যেটি ১৫৬ টি বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছে। পঞ্চম অবস্থানে ছিল আয়ারল্যান্ডের রায়ন এয়ার। যেটি ১৫০টি বিমানের অর্ডার দিয়েছিল।

আরও পড়ুন: মোদী 3.0-র জমানায় ঢেলে সাজবে রেল! হবে ১০ থেকে ১২ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা

অষ্টম স্থানে কাতার এয়ারওয়েজ: এদিকে, এই তালিকায় আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স ষষ্ঠ স্থানে রয়েছে। যারা ২০২৩ সালে ১১০ টি বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল। সপ্তম স্থানে আছে হাঙ্গেরির উইজ এয়ার। যেটি ৭৫টি বিমানের অর্ডার দিয়েছিল। পাশাপাশি, কাতার এয়ারওয়েজ ৭৩ টি বিমানের অর্ডারের ভিত্তিতে অষ্টম স্থানে ছিল। এর পরে সান এক্সপ্রেস (৪৫) নবম এবং অ্যাভোলন দশম স্থানে (৪০) রয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X