বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রত্যেকের কাছেই মুদ্রাস্ফীতি (Inflation) একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রগুলির দাম বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। মূলত করোনার (Corona) মতো ভয়াবহ মহামারীর পরে মুদ্রাস্ফীতির ভ্রুকুটি আরও স্পষ্ট হয়েছে। এই আবহে দাম বাড়ছে জ্বালানিরও।
এদিকে কয়েকদিন আগে পর্যন্ত, LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম আকাশছোঁয়া থাকলেও কেন্দ্রীয় সরকারের তৎপরতায় বর্তমানে ওই দাম অনেকটাই কমেছে। শুধু তাই নয়, LPG সিলিন্ডারের দাম কমানোর লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। যার যেরে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন গ্রাহকেরা।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার আগেই আসছে নতুন বই! সিলেবাসে হচ্ছে বদল? কি জানাল মধ্যশিক্ষা পর্ষদ?
বর্তমানে রান্নার গ্যাসের দাম কমে ৯০০ টাকার ঘরে রয়েছে। কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকায়। এছাড়াও, যাঁদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন রয়েছে তাঁরা প্রতিটি সিলিন্ডার পাচ্ছেন ৬২৯ টাকায়। এমতাবস্থায়, আপনি যদি আরও সস্তায় গ্যাসের সিলিন্ডার পেতে চান সেজন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যেটির মাধ্যমে গ্যাস বুক করলে আপনি পেতে পারেন ৫০ টাকা পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: সুরাপ্রেমীদের খুলে গেল ভাগ্য! এবার এখানে বিশাল সস্তায় পাওয়া যাবে মদ, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ
হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এমনিতেই আমরা বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে গিয়ে ছাড়ের সুবিধা পাই। এবার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও সেই সুবিধা উপলব্ধ রয়েছে। এই বিষয়টি সম্পর্কে অবগত নন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছি। এক্ষেত্রে আপনাকে একটি অ্যাপের সাহায্য নিতে হবে। যেটির মাধ্যমে আপনি গ্যাস বুক করলে পেয়ে যেতে পারেন ৫০ টাকা পর্যন্ত ছাড়।
এইভাবে করুন গ্যাস বুক: মূলত, Amazon Pay এই সুবিধা উপলব্ধ করা হচ্ছে। জানিয়ে রাখি যে, এই দুর্দান্ত অফারটি রয়েছে সীমিত সময়ের জন্য। ইতিমধ্যেই এটি গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে। পাশাপাশি এটি লাগু থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ, আপনার কাছে আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে এই অফারের সুবিধা নেওয়ার জন্য। এছাড়াও জানিয়ে রাখি যে, এই অফারটির ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট এবং কার্ড থাকা প্রয়োজন। এর পাশাপাশি যাঁদের ওয়ান কার্ড ক্রেডিট কার্ড এবং ইয়েস ব্যাঙ্কের কার্ড রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন। তাই, আর দেরি না করে সস্তায় গ্যাস সিলিন্ডার পেতে এখনই Amazon Pay-র মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করুন।