নেই মাটির প্রয়োজন, শুধুমাত্র ঝুড়িতেই এভাবে বাড়িতে চাষ করুন ধনে পাতা

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই আসছে শীতকাল। আর শীতকালের সবজির মধ্যে পছন্দের তালিকায় সবার ওপরেই থাকে ধনে পাতা (coriander leave)। পাতলা করে মুসুর ডাল থেকে শুরু করে মাছের গরম গরম পাতলা ঝোল, সন্ধ্যের স্ন্যাক্স, মাংস, পকোরা সবকিছুতেই ধনে পাতার জুড়ি মেলাভার।

শুধু শীতকালই নয়, বছরের অন্যান্য সময়েও এই ধনে পাতা পাওয়া গেলেও, তার দাম থাকে আকাশছোঁয়া। তবে শীতকালে এই সবজির দাম তুলনামূলক কিছুটা কম থাকে। তবে আপনার যদি সারাবছরই ধনেপাতার প্রয়োজন হয়, তাহলে কুছ পরোয়া নেই। বাড়িতেই করতে পারবেন ধনেপাতা চাষ।

bea085c4817fac5424a162fa018d57acc07148b4430d9c84ad80f0ca3c626ff1

দেখে নিন কিভাবে-

নার্সারি থেকে ধনেপাতার বীজ কিনতে হবে প্রথমে। তারপর সেগুলো হাত দিয়ে হালকা ভেঙে নিতে হবে। তারপর একটি বড় পাত্রে জল নিয়ে তার উপর ঝুড়িটি বসিয়ে সেই ঝুড়িতে ওই ভেঙে রাখা বীজগুলো ছড়িয়ে দিতে হবে। তবে পাত্রের উপর ঝুড়িটি এমনভাবে রাখতে হবে, যাতে ঝুড়িটি জলে ভিজে থাকে। এবারে ঝুড়ির উপর থাকা বীজ টিস্যু পেপার দিয়ে ঢেকে দিন।

maxresdefault 161

এভাবে হালকা রোদে কিছুদিন রাখার পর অঙ্কুরোদগম শুরু হলে ৭ দিন অন্তর অন্তর পাত্রের জল বদলে দিন। চাইলে অল্প সারও দিতে পারেন। মাটি ছাড়াই মাত্র ১ মাসের মধ্যেই ঝুড়ি ভর্তি ধনে পাতা চাষ করে ফেলতে পারবেন আপনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর