ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা, উল্টোরথের দড়ি টানতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ২৫! আহত আরও বেশি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের ইসকনের উল্টোরথে ঘটলো মর্মান্তিক ঘটনা। বেশিরভাগ লোহার অংশ দিয়ে তৈরি রথ বিদ্যুতের তারের সংস্পর্শে আসার পরেই বিদ্যুতের ঝটকা খেয়ে প্রাণ হারান রথ সংলগ্ন একাধিক মানুষ। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও বেশি। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে ত্রিপুরার বাসিন্দাদের মনে।

স্থানীয়দের আশঙ্কা যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর দিয়ে যখন রথটি যাচ্ছিল তখনই বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু ঘটে। সেই মারাত্মক দৃশ্য চোখের সামনে দেখে অসুস্থ হয়ে পড়েন অনেক মানুষ।

কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই মারাত্মক ঘটনাটি। গুরুতর আহতদের কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে তাদের রাজধানীর জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কুমারঘাটের এই রথ ওই শহরের সবচেয়ে বড় রথ। গোটা শহরের বেশিরভাগ অঞ্চল পরিক্রমা করার পর আসাম-আগরতলা জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। সবচেয়ে দুঃখের ব্যাপার যে ওই মৃতদের তালিকায় রয়েছেন দুই বাচ্চা যাদের বয়স আনুমানিক ১০-১২ বছর।

উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেকেই রথের সঙ্গে যাত্রা করেছিলেন। স্থানীয়রা জানিয়েছেন যে শত শত মানুষ উপস্থিত ছিল ওই এলাকায় যখন ঘটনাটি ঘটে। যারা ওই দুর্ঘটনার অত্যন্ত কাছে ছিলেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তারা এই ঘটনাকে জগন্নাথের কৃপা বলে আখ্যা দিয়েছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর