বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর, দিল্লী জয়ের স্বপ্নে বিভোর তৃণমূল (tmc) শিবির। সেই মর্মে কখন গোয়া, তো আবার কখনও ত্রিপুরায় (tripura) নিজেদের মাটি শক্ত করতে বদ্ধ পরিকর মমতা বাহিনী। তবে এরই মাঝে আগামী ২৫ শে নভেম্বর ত্রিপুরায় রয়েছে পৌরসভা নির্বাচন। আর সেই নির্বাচনে প্রার্থী দিয়েও, শেষমেশ প্রার্থী সরিয়ে নিল তৃণমূল।
ত্রিপুরা দখলের লক্ষ্যে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল তৃণমূল শিবির। আগরতলা পৌরনিগমেও প্রার্থী দিয়েছে তৃণমূল। কিন্তু ত্রিপুরায় পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ জন প্রার্থী তাঁদের মনোনয়ন বাতিল করে দিলেন। সেই তালিকায় ছিলেন ৪ জন তৃণমূল প্রার্থীও।
জানা গিয়েছে, সরে যাওয়া প্রার্থী তালিকায় সবথেকে বেশি নাম রয়েছে সিপিএমের (CPIM)। নির্বাচনে অংশ নিচ্ছেন না ১৫ জন প্রার্থী। তারপর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, নাম বাতিল করেছেন ৮ জন প্রার্থী। তারপরই রয়েছে তৃণমূল। ৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে সবুজ শিবিরের। ফরওয়ার্ড ব্লক থেকেও সরে গিয়েছেন ২ জন। আবার ৭ জন নির্দল প্রার্থীও নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এই নির্বাচন থেকে।
এই বিষয়ে ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং তৃণমূলের সুস্মিতা দেব অভিযোগ করেছেন, বিরোধী প্রার্থী ও তাঁদের পরিবারের উপর আক্রমণ করছে বিজেপির লোকজন। যার ফলে তাঁরা তাঁদের মনোনয়ন বাতিল করে দিচ্ছেন। জানা গিয়েছে, আগামী ২৫ শে নভেম্বর ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ত্রিপুরায়।