উত্তর প্রদেশে ৫৪ শতাংশ মানুষের পছন্দ যোগী আদিত্যনাথ, উঠে এল সমীক্ষায়

বাংলাহান্ট ডেস্কঃ সামনের রয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নির্বাচন। আর সেই নির্বাচনের ময়দানে বিজেপির (bjp) পক্ষ থেকে কোন মুখ বেশি জনপ্রিয়- এই মর্মে একটি সমীক্ষা করা হয়েছিল। অনলাইনে এই সমীক্ষা করার জন্য সাধারণ মানুষকে ১০ টা প্রশ্ন করা হয়েছিল।

NBT-র এই অনলাইন সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, উত্তরপ্রদেশে বিজেপির সবথেকে জনপ্রিয় মুখ কে? লাগাতার জনসভার আয়োজন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া- এসবের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) পক্ষেই বেশি মানুষ রায় দিয়েছেন।

২০১৭ সালে বিধানসভা নির্বাচনের সময় আলাদা করে অন্য কাউকে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সেখানে দাঁড়িয়েছিলেন। যার কারণে বিজেপি জোট ৪০৩ টির মধ্যে ৩১২ টি আসন পেয়েছিল। ক্ষমতা হারিয়েছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

gbbbb

তবে সময় এখন অনেকটাই বদলে গিয়েছে। NBT অনলাইন সমীক্ষায়, ৫৩.৮১ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশ নির্বাচনের সবথেকে বড় মুখ বলে মনে করছে। তবে ৩১.১৭ শতাংশ মানুষ এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বিজেপির সবচেয়ে বড় ভোটদাতা বলে অভিহিত করেছেন। ১৫.০২ শতাংশ মানুষ না মোদী, যা যোগী- কারো পক্ষেই ভোট দেয়নি।

উত্তরপদেশের নির্বাচনের জন্য ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী মোদী।

তবে জানিয়ে রাখি, এই সমীক্ষায় শুধুমাত্র উত্তরপ্রদেশই নয়, দেশ বিদেশের নানা মানুষেরা অংশ নিয়েছিলেন। উত্তরপ্রদেশ নির্বাচনের পাশাপাশি দেশের পরিস্থিতিটাই বোঝা গেল এই সমীক্ষার মধ্যে দিয়ে।

Smita Hari

সম্পর্কিত খবর