বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে (Uttarpradesh) এবার থেকে রাস্তা আটকে বা যানবাহনের চলাচলের অসুবিধা করে পালন করা যাবেনা কোনও রকম ধর্মীয় অনুষ্ঠান। যোগী (Yogi Adityanath) সরকার এই নির্দেশিকাই জারি করেছে বুধবার। এছাড়াও উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, ঈদ ও অক্ষয় তৃতীয়ার আগে স্পর্শকাতর এলাকায় বাড়ানো হবে নিরাপত্তা বাহিনীর সংখ্যা।
উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ এবং পুলিশের ডিজি আরকে বিশ্বকর্মা বুধবার ভিডিও কনফারেন্স করেন জেলা স্তরের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। ভিডিও বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ জানিয়েছেন, “কোনও রকম ধর্মীয় অনুষ্ঠান বা শোভাযাত্রা করা যাবে না রাস্তা আটকে। অনুষ্ঠান সীমাবদ্ধ রাখতে হবে নির্দিষ্ট উপাসনা স্থলে।”
সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাধ্যতামূলকভাবে পুলিশ – প্রশাসনের অনুমতি নিতে হবে যে কোনো রকম ধর্মীয় শোভা যাত্রার ক্ষেত্রে। অনুমতি দেওয়া হবে কেবলমাত্র ঐতিহ্যবাহী শোভাযাত্রাগুলিকেই।” নির্দেশনায় বলা হয়েছে, গোটা রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে হবে। যে কোনও অশান্তির ঘটনা ঘটলেই পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রাক্তন সাংসদ আতিক আহমেদ গত শনিবার খুন হন প্রয়াগরাজে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে। এরপর রাজ্য জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। এদিকে, আসন্ন ঈদ উপলক্ষে প্রচুর মানুষের ভিড় থাকে। তাই, মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে নতুন করে আর যাতে অশান্তি না ছড়ায় সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা বাহুল্য, ঈদের আগে থেকেই কোমর বেঁধে নামছে যোগী সরকার।