বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছু মুসলিম মহিলা (Muslim Women) এক লক্ষ টাকা দাবি করে পৌঁছে গেলেন কংগ্রেসের দপ্তরে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিনই লম্বা লাইন লখনউয়ের (Lucknow) কংগ্রেস দপ্তরের সামনে। কংগ্রেসের দেওয়া ‘গ্যারান্টি কার্ড’ নিয়ে তাদের দাবি যে তাদের এক লক্ষ টাকা দেওয়া হোক।
হাত শিবিরের পক্ষ থেকে নির্বাচনী প্রচার চলার সময় বহু মহিলার হাতে তুলে দেওয়া হয় ‘গ্যারান্টি কার্ড।’ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিবছর দরিদ্র শ্রেণীর পরিবারের মহিলাদের দেওয়া হবে এক লক্ষ টাকা করে। মহালক্ষ্মী প্রকল্প ঘোষণা করে কংগ্রেস বলে, অনগ্রসর শ্রেণীর পরিবারের মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে সাড়ে আট হাজার টাকা করে।
আরোও পড়ুন : লঞ্চ হল নতুন ভার্সন, দামও নামল অনেকটাই! এবার চাইলেই ঘরে আনতে পারবেন Maruti’র এই মডেল
এই ঘোষণার জেরেই বিপাকে পড়েছে কংগ্রেস। অষ্টাদশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দুর্দান্ত ফল করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারপরই এক লক্ষ টাকার দাবি নিয়ে কংগ্রেস দপ্তরে হাজির হয়েছেন বহু মহিলা। অনেকে আবার দাবি করেছেন, গ্যারান্টি কার্ডের টাকার জন্য তারা ফর্ম ফিলাপও করেছেন।
তাদের দাবি কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে গ্যারান্টি কার্ডও। প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে (Uttarpradesh) আটটি আসন পেয়েছে জাতীয় কংগ্রেস (Indian National Congress)। কংগ্রেসের জোট সঙ্গী সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ টি আসন। তবে অনেকেই বলছেন, কংগ্রেসের এই প্রতিশ্রুতি পূরণ অনেকাংশয়েই ক্ষীণ।