যাতায়াত থেকে শুরু করে ব্যবসা! অমিত শাহের এই দু’টি প্রকল্প বদলে দেবে ভারত-বাংলাদেশের সম্পর্ক

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার বাংলায় এসেছেন একগুচ্ছ কর্মসূচি নিয়ে। বাংলায় পা রাখার পর তিনি শিলান্যাস করেন একাধিক প্রকল্পের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শিলান্যাস করা এই প্রকল্পগুলি বদলে দিতে চলেছে বাংলার অর্থনীতি। ফলে, ইতিবাচক প্রভাব পড়বে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) বাণিজ্য থেকে যাতায়াতের ব্যবস্থায়।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সূচনা করেন বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল পুলিশ স্টেশন বিল্ডিংয়ের। এর সাথে সূচনা হয় একাধিক বিএসএফ আউট পোস্টের। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলির ফলে আরো সুরক্ষিত হবে নিরাপত্তা ব্যবস্থা। নদীয়া ও উত্তর ২৪ পরগনায় এই সাতটি নতুন বিএসএফ আউটপোস্ট হয়‌।

সরকার এই নতুন আউট পোস্টগুলি ১০৮ কোটি টাকা ব্যয় নির্মাণ করেছে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আরো কিছু প্রকল্পের শিলান্যাস করেন। তবে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই দুটি প্রকল্প বিশেষভাবে লাভদায়ক হবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থায়।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শিলান্যাস করেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় থাকা মৈত্রী দ্বারের। কেন্দ্রীয় সরকার চাইছে পেট্রাপোল স্থল বন্দরের মতো আরও একটি কার্গো গেট তৈরি করতে। এর ফলে ব্যবসা বৃদ্ধি পাবে ভারত ও বাংলাদেশের মধ্যে। মৈত্রী দ্বার তৈরি হলে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে দুই দেশের মধ্যে।

india bangladesh flag1

এই প্রকল্পগুলি উদ্বোধনের পর অমিত শাহ বলেন, দুই দেশের ব্যবসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে দ্বিতীয় কার্গো গেট। বাংলাদেশ তৈরি হয়েছে ভারতের প্রচেষ্টাতেই। এই দুই দেশের ভাষা ও সংস্কৃতিতে মিল রয়েছে। আমরা চাই দুই দেশের মধ্যে আরও সমন্বয় বৃদ্ধি হোক। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর