বাহিনী মোতায়েন নিয়ে বিরাট রায় হাইকোর্টের, পশ্চিমবঙ্গ সরকারকেও কড়া আদেশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে এবার শান্তি রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ালো না হাইকোর্টের (Highcourt) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তবে যদি রাজ্য সরকার শান্তি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলেই একমাত্র কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনসহ অন্যান্য ব্যবস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র। হাইকোর্টের রায় এমনটাই বলা হয়েছে।

বুধবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়। এদিনের শুনানিতেই ডিভিশন বেঞ্চ রায় দিল সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখার জন্য রাজ্যকেই সমস্ত দায়িত্ব গ্রহণ করতে হবে। তবে যদি রাজ্যের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় কিংবা রাজ্য সরকার শান্তিরক্ষা করতে ব্যর্থ হয় তাহলে বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র।

আরোও পড়ুন : বিয়ের পর শুধু বর নয়, বিছানায় জোর করে শাশুড়িও! বাধা দিলেই চলে ব্লেড  

ভোট পরবর্তী হিংসার অভিযোগের পর অভিযোগ রাজ্য জুড়ে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যের এমন হিংসার পরিবেশের কারণে গত ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়। পরে অবশ্য হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের মেয়াদ আরো খানিকটা বাড়িয়ে দেওয়া হয়। একুশে জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় হাইকোর্ট।

calcutta highcourt

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আবারো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। জেলায় জেলায় ২৬ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেয় কোর্ট। তবে  বুধবারের রায় আদালত জানিয়েছে, নতুন করে আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না রাজ্যে। রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X