এবার হাতে আসবে বাড়তি ভাতা! সোনায় সোহাগা ৭০ হাজার ইমাম-মোয়জ্জমের, মাস্টারস্ট্রোক দিচ্ছে রাজ্য

   

বাংলাহান্ট ডেস্ক : গত বছর আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের (West Bengal) ইমাম ও মোয়জ্জমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান ৫০০ টাকা করে অতিরিক্ত ভাতা (Allowance) দেওয়া হবে  ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেমদের। একই সাথে মুখ্যমন্ত্রী ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন পুরোহিতদেরও।

রাজ্যের মোয়াজ্জেমরা আগে যেখানে ১০০০ টাকা করে ভাতা পেতেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই ভাতার পরিমাণ হয় ১৫০০ টাকা। একইভাবে ইমামদের ভাতা ২৫০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার টাকা ও পুরোহিতদের ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা হয়। তবে এই আবহে একটি বড় খবর উঠে আসছে ইমাম-মোয়জ্জমের ভাতা সংক্রান্ত বিষয়ে।

আরোও পড়ুন : একটানা ১৫ দিন! হাওড়া রুটে শনিবার থেকেই বাতিল বহু ট্রেন, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

লোকসভা নির্বাচনের মধ্যেই বিজেপি অভিযোগ করছে রাজ্য সরকার গোপনে ভাতা বৃদ্ধি করেছে ৭০ হাজার ইমাম ও মোয়াজ্জেমদের। রাজ্য সরকার (State Government) সেইজন্য বরাদ্দ করেছে ২০০ কোটি টাকা। পাশাপাশি বিজেপি দাবি করেছে বাজেটের প্রভিশন ছাড়াই ভোটের আগে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে।

আরোও পড়ুন : ভোল বদল হচ্ছে পুরুলিয়া ট্যুরিজমের! নয়া উদ্যোগ ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, গোপনে দুমাস আগে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে ৭০ হাজার মোয়জ্জমদের। এই ভাতা বৃদ্ধি করা হয়েছে চুপিসারে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটের আগে রাজ্য সরকার ঘুষ দেওয়ার চেষ্টা করছে।

IMG 20230821 WA0060 468x365 1

তবে এখনো স্পষ্ট নয় যে মোয়জ্জমদের ঠিক কত টাকা বৃদ্ধি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল বলছে, সব ধর্মের মানুষদের নিয়ে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি চায় ধর্মীয় মেরুকরণ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সহ্য করতে পারছে না বিজেপি, এই বলেও অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর