হয়ে যান সাবধান! শেষ হয়ে যাবে ব্যাঙ্কের সমস্ত টাকা, নতুন প্রতারণা কলকাতা জুড়ে

বাংলাহান্ট ডেস্ক : ব্যাঙ্ক জালিয়াতি নতুন কোনও ঘটনা নয়। প্রতিনিয়ত প্রতারকরা নতুন নতুন ফাঁদ পেতে ব্যাঙ্ক গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। এবার ফের নতুন কৌশল অবলম্বন করেছে প্রতারকরা। আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা না গ্রহণ করলে আপনিও পড়তে পারেন প্রতারকদের ফাঁদে। ব্যাঙ্ক গ্রাহকের সতর্ক করার জন্য কলকাতা পুলিশের সাইবার সেল বিশেষ বিজ্ঞপ্তি জারি করল।

একটি বড় প্রচারণা চক্র সম্প্রতি রাজ্যে সক্রিয় হয়েছে। প্রতারকদের এই অনলাইন ফাঁদে অনেকেই পা দিচ্ছেন। পুলিশ ইতিমধ্যেই এই প্রতারকদের সন্ধান শুরু করেছে। প্রতারকদের পাল্লায় পড়ে যাতে ব্যাংক গ্রাহকরা ক্ষতির সম্মুখীন না হন সেই জন্য কলকাতা পুলিশের সাইবার সেল সতর্ক করেছে সবাইকে। কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর আসাদুল্লাহ খান গ্রাহকদের সতর্ক করার জন্য একটি ভিডিও প্রকাশ করেছেন।

নতুন এই জালিয়াতি অবাক করে দিয়েছে কলকাতা পুলিশকেও। কারণ গ্রাহকরা পুলিশকে জানিয়েছেন, তারা কোনও ওটিপি কারোর সাথে শেয়ার করেননি। এমনকি তারা ক্লিক করেননি মোবাইলে আসা অচেনা লিংককেও। এছাড়াও অচেনা কোনও অ্যাপ ইন্সটল করেননি তারা। তা সত্ত্বেও তারা প্রতারিত হয়েছেন। প্রতারিতরা পুলিশকে জানিয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে AEPS-এর মাধ্যমে। প্রতারকরা এমনভাবে এক গ্রাহকের ১০ হাজার টাকা সাফ করে দিয়েছে।

আধার এনাবল্ড পেমেন্ট সার্ভিস হল এই AEPS। যে সমস্ত জায়গায় ব্যাংকের সুবিধা কম সেই সমস্ত জায়গায় আধার সম্বলিত অনেক দোকানে রয়েছে এই AEPS। এই ব্যবস্থায় আধার কার্ড ও হাতের আঙ্গুলের ছাপে দোকানদাররা অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের টাকা তুলে দিতে পারেন। বর্তমানে দেখা যাচ্ছে কিছু প্রতারক আঙ্গুলের ছাপ ও আধার নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে।

cyber fraud

কলকাতা পুলিশ জানিয়েছে, এই জালিয়াতি থেকে সতর্কিত থাকার জন্য MyAadhaar অ্যাপে বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমকে লক করে রাখতে হবে। যখন বায়োমেট্রিক অথেনটিকেশনের দরকার হবে তখন এই অ্যাপ এ গিয়ে পুনরায় এই সিস্টেম চালু করে দিতে হবে। প্রয়োজন মিটে গেলে আবার সেটিকে লক করে রাখতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাংক গ্রাহকরা প্রতারকদের হাত থেকে বাঁচতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর