কর্মসংস্থানের বড়াই করলেও ৫ বছরে বন্ধ ২১ হাজারের বেশি শিল্প, রাজ্যের রিপোর্ট প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে বেহাল দশা শিল্পের। এতদিন যাবত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই রিপোর্ট পেশ করলেও, এবার এমনই এক রিপোর্ট পেশ করল খোদ রাজ্য সরকারের পরিবেশ দফতর। ‘স্টেট অফ এনভায়রনমেন্ট রিপোর্ট, 2021’ দেখে কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে রাজ্য সরকারের।

এই রিপোর্ট থেকে জানা গিয়েছে, পরিবেশ দফতর অনুমোদিত চালু শিল্পের সংখ্যা ২০১৬ সালে ছিল ৬০ হাজার ৯৮০ টি। কিন্তু ২০২১ সালে বড়, মাঝারি এবং ক্ষুদ্র মিলিয়ে মোট ২১ হাজার ৫২১ টি শিল্প বন্ধ হয়ে যাওয়ার পর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৫৯ টি।

28398 factory lock out

আবার, ২০১৬ সালে চালু বৃহৎ শিল্পের সংখ্যা ছিল ১ হাজার ৩৩৭ টি। কিন্তু ২০২১ সালে ২৭১ টি বন্ধ হয়ে যাওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ টি। রাজ্যের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়িতে বেশির শিল্প কারখানাই বন্ধ হয়ে গেছে।

এই বিষয়ে তৃণমূলের বিধায়ক তথা দলের মুখপাত্র তাপস রায় জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক লক্ষ্যই হল কর্মসংস্থান। আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। করোনা আবহে বিভিন্ন রাজ্য আর্থিক সমস্যার সম্মুখীন হলেও, এই রাজ্য কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। কর্মসংস্থান ও শিল্পায়নের লক্ষ্যে লাগাতার কাজ করছে সরকার’।

রাজ্য সরকারকে কটাক্ষ করে সিপিএম যুবনেতা সায়নদীপ মিত্র বলেন, ‘গত ১০ বছর ধরে বেকারদের ধাপ্পাবাজি দিয়ে যে কাজ করে চলেছে এই রাজ্য সরকার, তাতে শিলমোহর বসল। মুখ্যমন্ত্রীর দাবি এবং বাস্তবের মধ্যে যে বিস্তর ফারাক আছে, তা এবার প্রকাশ্যে এল’।

এই বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, ‘জনকল্যাণের কথা বললেও, এই সরকারের কাজের মধ্যে তা প্রকাশ পায় না। শিল্প থেকে কর্মসংস্থান, সবকিছুই এখন তলানিতে এসে দাঁড়িয়েছে। আর এই কথাটাই আমরা এতদিন ধরে বলে আসছি’।

Smita Hari

সম্পর্কিত খবর