সিভিকদের কাঁধে আইনশৃঙ্খলার দায়িত্ব নয়! হাইকোর্টের নির্দেশের পরই নড়েচড়ে বসল রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য পুলিশের ডিরেক্টরেটের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল সিভিকদের নিয়ে। সেই নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল কোন কোন কাজ করতে হবে সিভিকদের (Civic Volunteers)। নির্দেশিকা অনুযায়ী সিভিকরা প্রয়োগ করতে পারবেন না কোনও রকম আইন। সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র সাহায্য করতে পারবেন পুলিশকে। অতীতে একাধিক অভিযোগ সামনে এসেছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে।

শুক্রবার সেই আবহে রাজ্যের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দেন। বিচারপতি নির্দেশ দেন এই নির্দেশিকা আগামী 29 শে মার্চের মধ্যে আদালতে জমা দিতে হবে। আদালতের সেই নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিরেক্টরেটের তরফ থেকে জারি করা হল সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত নতুন নির্দেশিকা।

হাইকোর্টের (Highcourt) তরফে জারি করা এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়াররা কোনও ধরনের আইন প্রয়োগ করতে পারবেন না। যানবাহন নিয়ন্ত্রণ, বেআইনি পার্কিং, পুজো ও উৎসবের দিনে ভিড় সামলাতে শুধুমাত্র পুলিশকে সাহায্য করতে পারবেন তারা। অতীতে বারবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। কিছুদিন আগেই সরশুনা থানার বিরুদ্ধে একটি অভিযোগ সামনে আসে।

 civic

অভিযোগ ২ সিভিক ভলেন্টিয়ার দ্বারা বাড়ি থেকে এক যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই নিখোঁজ ওই যুবক। এরপর যুবকের পরিবার দারস্থ হয় হাইকোর্টের। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ আনেন ওই যুবকের পরিবারের আইনজীবী। এরপরই বিচারপতি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা জারির নির্দেশ দেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর