বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে (West Bengal) আরো মহার্ঘ্য হতে চলেছে ফ্লাট-বাড়ির দাম। তাই স্বাভাবিকভাবেই যারা আগামীদিনে বাড়ি ও ফ্ল্যাট কিনবেন তাদের পকেটে টান পড়তে চলেছে বলাই যায়। রাজ্য সরকার (State Government) এবার কর ছাড়ের সুবিধা বন্ধ করেছে ফ্ল্যাট ও বাড়ি কেনার ক্ষেত্রে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে সোমবার জানানো হয়, নতুন ফ্ল্যাট ও বাড়ি কেনার ক্ষেত্রে করোনা মহামারীর সময় স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটে ছাড় ঘোষণা করা হয়েছিল। এবার থেকে সেই ছাড় আর মিলবে না। ধারণা করা হচ্ছে এর ফলে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বাড়ি ও ফ্ল্যাটের দাম। একটি সার্কুলার জারি করে গত সোমবার সরকার জানায়, করোনা মহামারীর সময় স্ট্যাম্প ডিউটিতে যে ২ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছিল তা আর প্রযোজ্য হবে না।
আরোও পড়ুন : রাজ্যপাল, রাষ্ট্রপতি, আদালতকে অমান্য করা বাংলার ‘ট্র্যাডিশন’ হয়ে গিয়েছে! সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক সৌমিত্র
এমনকি সার্কেল রেটে ১০ শতাংশ যে ছাড় ঘোষণা করা হয়েছিল তাও তুলে নেওয়া হল। সরকারের এই সিদ্ধান্তের ফলে হুহু করে দাম বাড়বে রিয়েল এস্টেট সেক্টরে। আরো মহার্ঘ্য হবে বাড়ি ও ফ্ল্যাট। নতুন বাড়ি ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে ছাড় ক্রেতারা পেতেন তা আর পাবেন না। রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড় ঘোষণা করে ২০২১ সালে ৩০ অক্টোবর। সেই থেকে আড়াই বছর বহু মানুষ এই সুবিধা পেয়ে আসছেন।
তবে জুলাই মাস পড়তেই রাজ্য সরকারের তরফে এই সুবিধা প্রত্যাহার করে নেওয়া হল। করোনা মহামারীর সময় অর্থনীতির চাকা হয়ে গিয়েছিল শ্লথ। অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার একাধিক দাওয়ায় দিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল বাড়ি-ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটে ছাড়। তবে রাজ্য সরকার এই ছাড় তুলে নিল ১লা জুলাই থেকে।