বাংলায় কামাল করছে বন্দে ভারত! তিন মাসে আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাত্র তিন মাসে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) থেকে রেলের আয় হয়েছে ২৫ কোটি টাকারও বেশি। রেল সূত্রের খবর ১লা ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত একটি সিটও খালি ছিল না এই সেমি হাইস্পিড ট্রেনের। মাত্র ৮ ঘন্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেওয়ার জন্য চালু হয় অত্যাধুনিক এই বন্দে ভারত এক্সপ্রেস।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ৩০ শে ডিসেম্বর ভার্চুয়ালি উদ্বোধন করেন এই ট্রেনের। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ যাত্রীদের জন্য এই ট্রেনের দরজা খুলে দেওয়া হয়েছিল চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ট্রেন।

বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে প্রথম থেকেই যাত্রীদের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রথম দিনেই বিক্রি হয়ে গিয়েছিল এই ট্রেনের সব টিকিট। একটি পরিসংখ্যান বলছে যে সকল যাত্রীরা এখন দার্জিলিং কিংবা ডুয়ার্স ঘুরতে যাচ্ছেন তাদের প্রথম পছন্দ এই বন্দে ভারত। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই ট্রেন ৭৬টি ট্রিপ করেছে। প্রতিবারই বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট।

vande bharat

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “বন্দে ভারত এক্সপ্রেস এ রয়েছে দ্রুততা ও যাত্রী স্বাচ্ছন্দ্য। আরামদায়ক যাত্রার জন্য অধিকাংশ যাত্রীর তাই প্রথম পছন্দ বন্দে ভারত।” প্রসঙ্গত এই মাসেই শুরু হতে চলেছে বাংলার আরও একটি বন্দে ভারত রুট। এবার হাওড়া থেকে বন্দে ভারতে করে দ্রুত পৌঁছে যাওয়া যাবে উড়িষ্যার পুরী।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X