বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে জায়গা করে নেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তাঁর রান্নার পারদর্শিতা, সঞ্চালনার গুণের জন্য যেমন প্রশংসিত হন, আবার অনেক সময়ই তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। বর্তমানে আর জি বাংলার ‘রান্নাঘর’ শোতে দেখা যায় না সুদীপাকে (Sudipa Chatterjee)। তবে সম্প্রতি অপর একটি কারণে চর্চায় উঠে এসেছেন তিনি।
দ্বিতীয় শ্রেণিতে উঠল সুদীপা (Sudipa Chatterjee) পুত্র আদিদেব
সুদীপার (Sudipa Chatterjee) সঙ্গে প্রায় হামেশাই নজর কেড়ে নেয় তাঁর আদুরে পুত্র আদিদেব চট্টোপাধ্যায়। অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের পর সুদীপার (Sudipa Chatterjee) সঙ্গে দ্বিতীয় বিয়েতে জন্ম হয় আদিদেবের। তার মিষ্টি মুখ সহজেই আদর কেড়ে নিতে পারে যে কারোর। তবে এখন কিন্তু আর ছোট্টটি নেই আদিদেব। দ্বিতীয় শ্রেণিতে উঠল সে। আর সেই উপলক্ষেই সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করেছেন সুদীপা।
আরো পড়ুন : দুই স্ত্রী, তিন সন্তান, রয়েছে এক প্রেমিকাও! আমিরের সম্পত্তির পরিমাণ কত জানেন?
কোন স্কুলে পড়ে সে: আদিদেবের প্রিয় শিক্ষকের সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ক্লাস ওয়ান থেকে টু তে উঠেছে ছেলে। প্রিয় শিক্ষকের ক্লাস আর করতে পারবে না বলে তার নাকি বেজায় মন খারাপ। সেই সঙ্গে আদিদেবের শিক্ষকের জন্যও শুভ কামনা জানিয়েছেন সুদীপা (Sudipa Chatterjee)। আর এই পোস্টই নেটিজেনদের মনে প্রশ্ন উসকে দিয়েছে, কোন স্কুলে পড়ে সুদীপা পুত্র?
আরো পড়ুন : ভয়াবহ ভূমিধস! হিমাচল প্রদেশের কুলুতে প্রাণ হারালেন ৬ জন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৫
পড়ার খরচ কত: জানা গিয়েছে, বেহালার সেন্ট জেমস স্কুলের ছাত্র আদিদেব। দীর্ঘ ১৫০ বছরের পুরনো এই স্কুলটি কলকাতার প্রাচীনতম স্কুলগুলির মধ্যে অন্যতম। নার্সারি থেকে একেবারে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়া যায় এই স্কুলে। এই স্কুলে পড়ার খরচ কেমন?
এ বিষয়ে স্কুলের ওয়েবসাইটে কোনো তথ্যের উল্লেখ নেই। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই স্কুলে ভর্তি হতেই খরচ পড়ে যায় প্রায় ২ লক্ষ টাকা। নার্সারিতে পড়ার খরচ মাসে প্রায় ৬০০০ টাকা। এটাই পরবর্তী ক্লাসগুলিতে বেড়ে হয় মাসে প্রায় ১০,০০০ টাকা।