গৃহ দেবতার মুখ কোনদিকে হওয়া উচিত? জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র?

বাংলাহান্ট ডেস্ক : বাস্তুশাস্ত্র মতে দেবতার স্থান হল উত্তর – পূর্ব কোন যাকে আমরা ঈশান কোন ও বলে থাকি। দেবতা কে প্রতিষ্ঠা করবেন ঈশান কোনের উত্তর অথবা পূর্ব দেয়ালে, যার মুখ হবে ক্রমশঃ দক্ষিণ ও পশ্চিম। তার আগে বোলে রাখি আমরা ঈশান কোনে ঠাকুর ঘর করবো কেনো,তার কারণ হলো বাস্তু দেবতার মাথা অবস্থান করে ঈশান কোনে। যদি আমরা বাস্তু দেবতার মাথা কে শুদ্ধ, পরিষ্কার ও পরিছন্ন রাখি তাহলে আমাদের শরীর ও মন দুটোই সুস্থ থাকে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আগেই করা হয়েছে।

গৃহদেবতাকে কী ভাবে রাখবো ও প্রতিষ্ঠা করব?

প্রথমে বলি আমার বাড়িতে গনেশ, লক্ষী, নারায়ণ, কৃষ্ণ, রাধা, নাড়ু গোপাল, রাম,সীতা,মা কালী, দূর্গা, হনূমান,শিব, সূর্যদেব,তিরুপতি বালাজি, গুরুদেব প্রভীতির ফটো অথবা মার্বেল, কাঠ,মেটাল যেমন কাঁশা, পিতল, অষ্ট ধাতু, সোনা ও রুপোর বিগ্রহ রেখে পুজো করি।কিন্তু কিছু নিয়ম মেনে বাড়িতে ঠাকুর কে রাখতে হয়, তবেই দেবতা প্রসন্ন হন ও আমাদের আশীর্বাদ করেন। বাড়িতে পঞ্চদেবতার প্রতিষ্ঠা করা উচিত গণেশ, দূর্গা, সূর্যদেব, শিব ও বিষ্ণু। গৃহে যেকোনো কাজ শুরু করার আগে পঞ্চদেবতার পুজো করতে হয় এবং বাস্তু দেবতার ও পুজো করতে হয়। আবার শাস্ত্রে এও বলা আছে ইস্ট দেব দেবী গৃহস্তের একটি থাকলেও পঞ্চদেবতার স্থাপন করা উচিত।
মনে রাখবেন গৃহে একত্রে দুটি শিবলিঙ্গ, তিনটি গণেশ, দুটি শঙ্খ, দুটি সূর্যদেবের ফটো ও প্রতিমা, তিনটি মা এর ফটো ও প্রতিমা যেমন কালী, দূর্গা প্রভৃতি রাখতে নেই।

আমরা যেকোনো শুভ কাজ যেমন নতুন ব্যবসা অথবা যেকোনো নতুন কাজ শুরু করার আগে গণেশ ও লক্ষীর পুজো করে থাকি। মনে রাখবেন গণেশএর ডান হাতের পাশে লক্ষীকে বসাবেন তাহলে পুজো করার ফল অবশ্যই পাবেন। সমরাঙ্গন সূত্র গ্রন্থে আছে সোনা দিয়ে তৈরী মূর্তি পুজো করলে গৃহস্তের পুষ্টি বর্ধন হয়। রুপো দিয়ে তৈরি মূর্তি কীর্তিবর্ধক হয়। তামা নির্মিত হলে বংশ বৃদ্ধি। পাথর নির্মিত মূর্তি পুজো করলে জয়লাভ হয়। দারুনির্মিত আয়ু প্রদান করে। চিত্রপটে পুজো ধনোদায়ক হয়। শাস্ত্রনুসারে প্রতিমা নির্মাণের নিয়ম পালন করা মূর্তি পুজো করলে ভালো ফল পাওয়া যায়। গৃহীদের সব সময় পূর্ব দিকে মুখ করে পুজো করা উচিত। পূর্ব দিক হলো শ্রী মানে লক্ষী।
আগামী এপিসোড এ থাকছে কী কী দিয়ে পুজো করা উচিত ও তার কী লাভ।

guruji

Pandit Shri Kalpataru
Engr. & Astro-Vastu experts.
9062068595/7003191678


Sudipto

সম্পর্কিত খবর