জাহাঙ্গীরের প্রথম রাখি, ছোট ভাইকে আদরে আদরে ভরিয়ে দিল বড় দিদি ইনায়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খানদানের পরবর্তী প্রজন্মের পরিচিত মুখ তৈমুর আলি খান (taimur ali khan) ও ইনায়া নাওমি খেমু (inaaya naumi kemmu)। সম্পর্কে তারা তুতো ভাই বোন। সইফ আলি খানের বোন-ভগ্নীপতি সোহা আলি খান এবং কুণাল খেমুর মেয়ে হল ইনায়া। তৈমুরের মতো ছোট্ট বয়সেই নেটমহলের মন জয় করে নিয়েছে মিষ্টি ইনায়া। এই দুজনের দলে নতুন যোগ সইফ করিনার ছোট পুত্র জাহাঙ্গীর (jehangir ali khan) ওরফে জেহ।

সবে সবে ছয় মাস পূর্ণ করেছে জেহ। এর মধ‍্যেই বাবা, মা, দাদার সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছে সে। সেখানেই হয়েছে তার ‘হাফ বার্থডে’ সেলিব্রেশন। রাখির ঠিক আগে আগেই মুম্বই ফিরেছে কাপুর পরিবার। এটাই জেহ এর প্রথম রাখি উদযাপন। কাপুর পরিবারে প্রতিবারই রাখি সেলিব্রেশন হয়। তৈমুরকে রাখি পরায় ইনায়া। আর এবারে ছোট ভাই জেহকেও রাখি পরালো সোহা-কন‍্যা।


রাখি পরিয়ে ভাইকে আদরে আদরে ভরিয়ে দেয় ইনায়া। দিদি ভাইয়ের মিষ্টি একটি ছবি শেয়ার করেছেন সোহা। সেখানে দেখা যাচ্ছে জেহ এর মুখ ধরে চুম্বন এঁকে দিচ্ছে দিদি ইনায়া। এদিকে বড় বড় চোখে তার দিকে তাকিয়ে ছোট্ট জাহাঙ্গীর। ছবিটি শেয়ার করে সোহা লিখেছেন, ‘প্রথম রাখি’। কমেন্ট বক্সে ভালবাসা জানিয়েছেন শ্বেতা বচ্চন, নেহা ধুপিয়ারা।

https://www.instagram.com/p/CS8v0y0DX9I/?utm_medium=copy_link

সম্প্রতি ছোট ছেলের জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেন করিনা। জেহকে কোলে নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। নীল হাফপ‍্যান্ট পরে রয়েছে ছোট্ট জাহাঙ্গীর। অন‍্যদিকে কালো গোলাপি বিকিনিতে করিনা। শুভেচ্ছা জানিয়ে ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসা, আনন্দ আর সাহসে পরিপূর্ণ থাক তোমার জীবন।’ কমেন্ট বক্সে ছোট্ট জেহকে আদর দিয়েছেন আলিয়া ভাট, নেহা ধুপিয়া, মণীশ মালহোত্রারা।

https://www.instagram.com/p/CS6wUBUjbRg/?utm_medium=copy_link

মালদ্বীপ থেকে মুম্বই ফেরার সময় জেহ এর ছবি ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। মুম্বই বিমানবন্দর থেকে ফেরার সময়ে পাপারাৎজির ক‍্যামেরায় স্পষ্ট ধরা পড়ে ছোট্ট জেহ এর মুখ। বাস্তবিকই করিনার ছোট ছেলেকে একেবারেই তাঁর মতোই দেখতে হয়েছে। ভাই এর পেছন পেছন দেখা গিয়েছে দাদা তৈমুরকেও।

সম্পর্কিত খবর

X