লাদাখে উদ্বোধন হল বিশ্বের উচ্চতম সড়ক! জেনে নিন রাস্তাটি সম্পর্কে পাঁচটি চমকপ্রদ তথ্য

বাংলা হান্ট ডেস্ক: লাদাখ মানেই পর্যটকদের কাছে “ড্রিম ডেস্টিনেশন”! প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন সাজিয়ে তুলেছে জায়গাটিকে। এবার সেই লাদাখেই উদ্বোধন করা হল বিশ্বের উচ্চতম যানবাহন চলাচলে সক্ষম রাস্তার! প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিসুমলে-ডেমচোক রাস্তাটির উদ্বোধন করেন। যেটি রয়েছে প্রায় ১৯০০০ ফুটেরও বেশি উচ্চতায়।

এই রাস্তাটি ভোগোলিকভাবে দক্ষিণ লাদাখে অবস্থিত। চিনের সীমান্ত এলাকায় নজরদারি চালানোর জন্য এবং সামরিক যানবাহন সহজেই চলাচলের জন্য এই রাস্তাটি তৈরি করা হয়। প্রাকৃতিকভাবে অত্যন্ত দুর্গম হওয়ার কারণে রাস্তাটি তৈরির ক্ষেত্রেও পড়তে হয় বিভিন্ন চ্যালেঞ্জের মুখে। তবে শেষ পর্যন্ত সমস্ত বাধাকে অতিক্রম করে আপাতত বিশ্বের উচ্চতম রাস্তার তকমা পেয়েছে চিসুমলে-ডেমচোক রাস্তাটি। জেনে নিন এই রাস্তাটি সম্পর্কে চমকপ্রদ পাঁচটি তথ্য

১. চিসুমলে-ডেমচোক রাস্তাটি লাদাখের ১৯,০০০ ফুট উচ্চতায় উমলিং লা পাসে অবস্থিত। বর্ডার রোডস অর্গানাইজেশনকে (BRO) এই রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

২. ইতিমধ্যেই এটি বিশ্বের উচ্চতম যানবাহন চলাচলে সক্ষম সড়কের তকমা পেয়েছে। পাশাপাশি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। জানা গিয়েছে, রাস্তাটি মোট ৫২ কিলোমিটার দীর্ঘ। এটি লাদাখের চুমার সেক্টরের বেশ কয়েকটি প্রধান শহরকে সংযুক্ত করেছে।

৩. পাশাপাশি এই রাস্তাটি চিসুমলে এবং ডেমচোককে সরাসরি যুক্ত করেছে।

IMG 20211229 184301

৪. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আত্মবিশ্বাসী যে এই রাস্তাটি শুধুমাত্র সশস্ত্র বাহিনীর দ্রুত চলাচল করতেই কাজে লাগবেনা পাশাপাশি, পর্যটন শিল্পে সহায়তা করে আর্থ-সামাজিক উন্নয়নেও সক্রিয় সাহায্য করবে।

৫. চিসুমলে-ডেমচোক সড়ক নির্মাণকালে BRO বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কারণ এখানে তাপমাত্রা থাকে প্রায় হিমাঙ্কের কাছাকাছি। যার জেরে বরফ প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। তবে, পূর্বের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে BRO পেশাদারিত্বের সাথে কাজটি শেষ করে।

 


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর