বাংলা হান্ট ডেস্কঃ দেশে চলা করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কট আর প্রবাসী মজদুরদের (Migrant Workers) নিয়ে কংগ্রেসের (Congress) মুখপাত্র নারায়ণন (Americai V Narayanan) মোদী সরকারকে (Modi Sarkar) আক্রমণ করে। আর এর জন্য উনি একটি ছবি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে লেখেন, সরকার দ্বারা কোন প্ল্যান ছাড়াই লকডাউন করার জন্য মানুষ খালি পায়েই নিজের বাড়ি ফিরেছেন। ওনার ওই ছবি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। উল্লেখ্য, রিপোর্টস অনুযায়ী, ওনার দ্বারা শেয়ার করা ওই ছবি ভারতের না। ওই ছবি পাকিস্তানের।
#CoronavirusOutbreakindia was bought into this country by #SuitedAndBootedSociety. Unfortunate delayed action even after d #Feb12 warn lead 2 #unplannedlockdown . This made a few vulnerable #BarefottedSociety walk to the native place. #ResultIs4Everyone2See @PMOIndia @INCIndia https://t.co/u1DDOwonz5
— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) April 16, 2020
ট্যুইটারে ছবি শেয়ার করে কংগ্রেস নেতা লেখেন, ‘করোনা ভাইরাসের মহামারীতে সুটবুট অয়ালা সোসাইটির মানুষরা এনেছে। ১২ ফেব্রুয়ারি হুঁশিয়ারি দেওয়ার পরেও পদক্ষেপ নিতে দেরি করা হয়েছিল। লকডাউন কোন পরিকল্পনা ছাড়াই লাগু করা হয়েছে। আর এই কারণে শ্রমিকরা খালি পায়েই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।” উনি আরও লেখেন, ‘যেহেতু করোনা ভাইরার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দ্বারা আনা হয়েছে, আর এটিকে ঠিক মতো সামলানাও হয়নি। এরজন্য মানুষের পায়ে এর প্রভাব পড়েছে। এটা মুখের ভাষায় বয়ান করা যাবে না।”
এরপর যখন ওনার ওই ছবি নিয়ে হাঙ্গামা শুরু হয়, তখন উনি সাফাই দেন। উনি লেখেন, ‘দুঃখ আর কষ্টে থাকা গরিব মানুষদের ছবিতে ধ্যান দিন। আমার আশা হল, এই ছবি সরকারের নজর গরিব আর প্রবাসী মজদুরদের দিকে আকর্ষিত করবে। তাঁরা সবথেকে বেশি প্রভাবিত। যদিও আমি শুধুমাত্র একটি পয়েন্ট বানানোর জন্য এই ছবি পোস্ট করেছি, আমি কখনো বলিনি এটা ভারতে হয়েছে।”
Congress is resorting to cheap tactics to defame India & attack Modi govt’s lockdown decision.
Congress spokesperson @americai uses pictures of poor Pakistani kids to make false claims about Indian children starving due to lockdown.#IndiaFightsCorona #Covid_19 #lockdown pic.twitter.com/tjCzr0l43A
— Know The Nation (@knowthenation) April 16, 2020
উনি একটি ট্যুইটে লেখেন, ‘আমি প্রবাসী মজদুরদের পরিস্থিতিতে সরকারের নজর আকর্ষিত করার চেষ্টা করছি। আমার আশা হল, সরকার এরপর প্রবাসী মজদুরদের সমস্যা সমাধান করবে। আমি এটা বলিনি যে, ভারতে এই কাজ হয়েছে।”