বাংলাহান্ট ডেস্ক : আমাদের অনেকের শখ থাকে বাগান করার। যদি আপনার বাড়ির ছাদে সামান্য জায়গা থাকে তাহলে সেখানে বাগান থেকে আপনি দু হাত ভরে টাকা রোজগার করতে পারেন। সেই বাগানে একটি মাত্র গাছ (Tree) চাষ করে রোজগার করা সম্ভব লক্ষ লক্ষ টাকা। অনেকেই এই গাছটিকে এটিএম-এর সাথে তুলনা করে থাকেন।
গাছের (Tree) চাষ করে রোজগার
অনেকেই এই গাছটি (Tree) ব্যবহার করে থাকেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে। এই প্ল্যান্ট বিভিন্ন নামে পরিচিত। এগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ডেজার্ট রোজ এবং অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম মূলত আফ্রিকা ও আরব দেশের উদ্ভিদ। সাধারণত এটি পরিচিত ডেজার্ট রোজ নামে। এই উদ্ভিদ রোগ নিরাময়ের কাজেও ব্যবহার করা হয়।
আরোও পড়ুন : বলিউডের টপ গায়িকার সঙ্গে পরকীয়ার অভিযোগ, বাঙালি স্ত্রীর সঙ্গে বিয়েটাই ভাঙতে বসেছিল সোনুর
তাই বাজারে যথেষ্ট দাম রয়েছে এই গাছের (Tree)। পশ্চিম চম্পারন জেলার মাধোপুরে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মরত কৃষিবিদ ড. অভিষেক প্রতাপ সিং জানান, বিহার সহ ভারতের একাধিক রাজ্যে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধিকারক হিসাবে নয়, অ্যাডেনিয়াম চাষ করা হয় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও। এই প্ল্যান্টের চাষ করে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব।
বৃক্ষ বিশেষজ্ঞরা বলে থাকেন, কম জলে অনুর্বর বালুকাময় মাটিতেও জন্মাতে পারে এই উদ্ভিদ (Tree)। সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন ১০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে এই উদ্ভিদের। মাত্র ১৫ থেকে ২০ টাকা খরচ করে একটি গাছ চাষ করা যায়। বাজারে সেই গাছ ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়।