অভিষেক-কল্যাণ কেউ নন! বড় ‘দায়িত্ব’ পেলেন মহুয়া! এই কমিটিতে স্থান পেলেন TMC সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2025) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিনই নয়া আয়কর বিল (Income Tax Bill 2025) আনার কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপর গত সপ্তাহে সেই বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। এবার সেই আয়কর বিল নিয়ে আলোচনার জন্য লোকসভায় গঠিত হল স্থায়ী কমিটি। ইতিমধ্যেই কমিটির সদস্যদের নাম প্রকাশ্যে আনা হয়েছে।

নয়া আয়কর বিল (Income Tax Bill 2025) নিয়ে আলোচনার জন্য লোকসভা সিলেক্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা

৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যানের পদে বসানো হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে। শুক্রবার এই কমিটির ঘোষণা করা হয়েছে। সেখানে ৩১ জন সদস্যের মধ্যে ১৭ জন সদস্য এনডিএ শিবিরের। তার মধ্যে আবার ১৪ জন বিজেপির (BJP)। সেই সঙ্গেই বিরোধী শিবিরের ১৪ জন সাংসদকে রাখা হয়েছে এই কমিটিতে।

নতুন আয়কর বিল সংক্রান্ত এই সংসদীয় কমিটিতে কংগ্রেসের ৬ জন, সমাজবাদী পার্টির ২ জন করে সাংসদ রয়েছেন। এছাড়া তৃণমূল, ডিএমকে, এনসিপি (শরদ পাওয়ারের শিবির), শিবসেনা (ইউবিটি) এবং আরএসপির একজন করে সাংসদকে রাখা হয়েছে। এই কমিটিতে স্থান পাওয়া একমাত্র তৃণমূল সাংসদ হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। কৃষ্ণনগরের সাংসদ ছাড়া তৃণমূলের আর কোনও এমপিকে এই কমিটিতে রাখা হয়নি।

আরও পড়ুনঃ বছর ঘুরলেই বাংলায় ভোট! তার আগেই অবসর রাজীবের! নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক কে হচ্ছেন?

জানা যাচ্ছে, লোকসভার বাদল অধিবেশনের প্রথম দিনের মধ্যেই নয়া আয়কর বিল (Income Tax Bill 2025) সংক্রান্ত এই সংসদীয় কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা। আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

mahua moitra tmc Income Tax Bill 2025

উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ লোকসভায় নয়া আয়কর বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপরেই এই বিল নিয়ে আলচনার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে কমিটি তৈরির প্রস্তাব দেন নির্মলা সীতারামন। সেই অনুযায়ী গতকাল এই কমিটির ঘোষণা করা হয়।

নয়া আয়কর বিল (Income Tax Bill 2025) প্রসঙ্গে সরকারের দাবি, দেশের কর ব্যবস্থার সরলীকরণ ও আধুনিকীকরণের জন্য এই বিল আনা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে আয়কর রিটার্ন জমা দেওয়া আরও সহজ হবে বলে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে অ্যাসেসমেন্ট ইয়ার ও প্রিভিয়াস ইয়ার, এই দু’য়ের ওপর ভিত্তি করে আয়কর রিটার্ন জমা নেওয়া হয়। তবে নয়া আয়কর বিলে সরকার ‘করবর্ষ’ চালুর কথা বলেছে। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্থবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ‘করবর্ষ’ আনা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর