বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জেরে বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। সেই ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর থেকে বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনও জামিন অধরা। এরই মাঝে অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হল।
অর্পিতার (Arpita Mukherjee) সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর
সূত্রের খবর, এদিন অর্পিতার ১৬টি সম্পত্তি বাজেয়াপ্ত কারর প্রক্রিয়া শুরু করেছে আয়কর দফতর। এর মধ্যে আগেই কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার অ্যাকশনে আইটি বিভাগও। অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল আয়কর বিভাগ।
বাজেয়াপ্ত করার আগে ওই ১৬টি সম্পত্তি সম্পর্কে জানতে এদিন আলিপুর মহিলাপুর সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর এদিন জিজ্ঞাসাবাদ পর্বে অর্পিতা জানিয়েছেন ওই ১৬টি সম্পত্তিই তার। তবে ওই সম্পত্তিগুলি কোথা থেকে তা এসেছে, কীভাবে এসেছে সেই বিষয়ে তার কিছুই মনে নেই বলে দাবি করেন অর্পিতা। এরপরই সেসব সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করেছে আয়কর দফতর।
আরও পড়ুন: কিছুক্ষণেই আবহাওয়ার বড় বদল! তুলকালাম বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এই সব জেলায়: আবহাওয়ার খবর
জানা গিয়েছে, এদিন জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা (Arpita Mukherjee)। যদিও একবারও তিনি বন্ধু পার্থর নাম মুখে নেননি। যদিও এর আগে ইডির জেরায় লিখিত বয়ানে অবশ্য পার্থর নাম উল্লেখ করেছিলেন অর্পিতা। কিন্তু এদিন আয়কর দপ্তরকে অর্পিতা জানালেন ওই সমস্ত সম্পত্তি তার। তবে সেগুলির উৎস সম্পর্কে তিনি মনে করতে পারছেন না বলেই জেরায় জানান। ইতিমধ্যেই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর বিভাগ। পরবর্তীটে সেগুলিকে বেনামি সম্পত্তি ধারার এনে মামলা করা হবে জানা যাচ্ছে।