এক্কেবারে ‘জোড়া শাস্তি’! মাথা চাপড়াচ্ছেন করদাতারা, TDS নিয়ে চমকে দেওয়া খবর আয়কর দফতরের

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৩১মে তারিখের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে আয়করদাতাদের থেকে কাটা হবে বেশি টিডিএস (Tax Deducted Source)। সোশ্যাল মিডিয়ায় আয়কর দফতরের পক্ষ থেকে মঙ্গলবার একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে,”যদি এখনও প্যানের সঙ্গে আধার যুক্ত না করে থাকেন, তা হলে অনুগ্রহ করে ৩১ মে-র আগে তা করে ফেলুন। তাহলেই উচ্চ হারে টিডিএস কাটা পড়ার থেকে বাঁচতে পারবেন।”

৩১ মে-র মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত না থাকলে কুড়ি শতাংশ হারে টিডিএস কাটা হবে আয়করদাতার থেকে। আয়কর আইন সংশোধন অনুযায়ী এমনটাই বলা হয়েছে পূর্বে অবশ্য ১০% হারে টিডিএস কাটা হতো। তবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ যদি সময় মত করা হয় তাহলে ঠিক আগের মতোই দশ শতাংশ হারে কাটা হবে টিডিএস।

আরোও পড়ুন : ২ সন্তানের বাবা, ‘বিবাহিত’ শিক্ষকের সাথে ঘনিষ্ঠতা! শেষমেশ যা পরিণতি হল জলপাইগুড়ির যুবতীর….

আধার ও প্যান কার্ড কিভাবে লিংক করবেন?

প্রথমে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ যান। সেখানে হোমপেজে কুইক লিংক অপশনে ক্লিক করুন।এরপর লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করুন।নতুন একটি পেজ খুলে যাবে কম্পিউটার স্ক্রিনে।সেখানে আধার কার্ডও প্যান কার্ড নম্বর বসিয়ে নিন।এরপর সেখানে থাকা ভ্যালিডেট অপশনে ক্লিক করুন।

আরোও পড়ুন: ভোটের মধ্যে ফের বাংলায় অ্যাকশনে ED! এবার স্ক্যানারে কে? ফাঁস হতেই শোরগোল!

আপনার প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিংক করা থাকে তবে স্ক্রিনে একটি মেসেজ আসবে। যদি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে সেটাও জানানো হবে ওই মেসেজেই। আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা না থাকলে নিচে একটি অপশন আসবে,” লিঙ্ক আধার উইথ প্যান”। ওই অপশনে ক্লিক করে প্রতিটি ধাপ সঠিকভাবে অতিক্রম করলে আধার এবং প্যান সংযুক্ত করনের কাজ শেষ হবে।

Income Tax

কীভাবে লিঙ্ক করবেন?

লিংক অপশনে ক্লিক করার পর কম্পিউটার স্ক্রিনে একটি পেজ খুলবে। সেখানে আধার কার্ড অনুসারে আপনার নাম এবং মোবাইল নম্বরটি লিখুন। পাশাপাশি লিঙ্ক আধার বিকল্পে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর লিখুন। ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটিও লিখুন। তারপর ‘ভ্যালিডেট’ অপশনে ক্লিক করুন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর