সোনুর শিয়রে আয়কর খাঁড়া! অভিনেতার অফিসে আচমকা হানা ইনকাম ট‍্যাক্স আধিকারিকদের

বাংলাহান্ট ডেস্ক: বড়সড় বিপাকে পড়লেন ‘গরিবের মসিহা’ সোনু সূদ (sonu sood)। আয়কর দফতরের নজরে পড়েছেন অভিনেতা। ১৫ ই সেপ্টেম্বর আচমকাই তাঁর অফিসে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। মুম্বইয়ে সোনুর অফিসের পাশাপাশি আরো ছয়টি জায়গায় নজর রয়েছে আয়কর দফতরের।

এদিন হঠাৎ করেই অভিনেতার মুম্বইয়ের অফিসে এসে উপস্থিত হন আয়কর দফতরের আধিকারিকরা। শুরু হয় খানাতল্লাশি। অফিস ছাড়াও সোনুর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন আরো ছয়টি জায়গাতেও চলছে আয়কর দফতরের নজরদারি। তবে অভিনেতার অনুরাগীদের চিন্তার কোনো কারণ নেই। আয়কর দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে এটা কোনো রেইড নয়। দফতরের তরফে শুধু সার্ভে করা হচ্ছে।

images 1590222592597 Sonu Sood site
সদ‍্যই দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক করেন সোনু। উপস্থিত ছিলেন আম আদমি পার্টির কনভেনর রাঘব চাড্ডাও। এরপরই যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করে সোনু এবং কেজরিওয়াল ঘোষনা করেন দিল্লি সরকারের প্রস্তাবিত ‘ভারত কে মেন্টর’ কর্মসূচীতে কাজ করবেন অভিনেতা।

এদিন রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেও আম আদমি পার্টির অভ‍্যন্তরীণ সূত্রের খবর, খুব শীঘ্রই দলে যোগ দিতে চলেছেন সোনু। তাঁকে দলের সক্রিয় সদস‍্যও করতে চান কেজরিওয়াল। অভিনেতাকে পড়ুয়াদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত করা হয়েছে। এরপরেই আচমকা আয়কর দফতরের হানা।

করোনা কালে মানুষ পেয়েছিল বাস্তবের নায়ককে। গোটা দেশ জুড়ে ধন‍্য ধন‍্য রব উঠেছিল সোনুর জন‍্য। বিভিন্ন ভাবে অভিনেতাকে সম্মান ফিরিয়ে দিয়েছে মানুষ। বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা যেখানে ঘরে বসে সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে সহানুভূতি দেখিয়ে বা নিদেনপক্ষে ত্রাণ তুলেই খালাস, সেখানে কোনো সাহায‍্য ছাড়াই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথে নেমে পড়েছিলেন সোনু।

তখন কোথায় তাঁর সেলিব্রিটি ইমেজ! দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে সম্পূর্ণ নিজের চেষ্টায় বাস, ট্রেন, বিমানে করে নিরাপদে বাড়ি পাঠিয়েছিলছন সোনু। প্রমাণ করে দিয়েছিলেন সমাজের ভাল করতে রাজনীতির সাহায‍্য লাগে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর