বাংলা হান্ট ডেস্কঃ নববর্ষের দিনই অভিষেককে হেনস্থা? লোকসভা নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। এরই মাঝে রবিবার টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জানান তার কপ্টারে আয়কর তল্লাশি (Income Tax Raid) চালিয়েছে। সূত্রের খবর আজ সোমবার ওই কপ্টারেই হলদিয়া যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেকের। তার আগেই তল্লাশি। যদিও কিছুই মেলেনি বলেও টুইটে জানান তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।
এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই অভিষেকের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আয়কর দফতরের এক আধিকারিক। তার পাল্টা দাবি এমন কোনও তল্লাশি অভিযানই হয়নি! তাহলে? কিন্তু আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র রুটিন তল্লাশি চালানো হয়েছে তৃণমূল নেতার চপারে।
গতকাল অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেওয়া হয় বলে আয়কর দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে অভিষেক নিজেই লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। তবে লাভের লাভ কিছুই হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।
ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। চিঠি দিয়ে বঙ্গ শাসকদলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে আয়কর দফতর। আয়কর দফতর ক্ষমতার অপব্যবহার করে বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। বিজেপির নির্দেশে ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলতেই তারা এসব করছে।
আরও পড়ুন: ঝড়ের গতিতে বাড়বে বেতন! DA-র পর সরকারি কর্মচারীদের জন্য আরও বড় ধামাকা, নয়া আপডেট
এই নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি গতকালের আয়কর অভিযানের যে আধিকারিকরা এই তল্লাশি অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। যখন চলতি সপ্তাহেই লোকসভা ভোটের সেই অবহে এই তল্লাশির জেরে তোলপাড় রাজ্য-রাজনীতি।