তৃণমূল ঘনিষ্ঠ বিজ্ঞাপন সংস্থার অফিস থেকে উদ্ধার কোটি কোটি টাকা! স্ক্যানারে এক প্রভাবশালী

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মধ্যেই খাস কলকাতা (Kolkata) থেকে উদ্ধার কোটি কোটি টাকা! বিগত কয়েক মাসে রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলার অভিযানে বহুবার টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ভোটের আবহেও অ্যাকশনে দেখা গিয়েছে ইডি (Enforcement Directorate), সিবিআই, আয়কর দফতরকে (Income Tax Raid)। এবার যেমন পঞ্চম দফার নির্বাচনের আগে শহর কলকাতা থেকে উদ্ধার হল টাকার পাহাড়!

আগেই সূত্র মারফৎ জানা গিয়েছিল, শহরের ১০টি জায়গায় হানা দিয়েছে আয়কর দফতর (Income Tax)। প্রত্যেকটি জায়গায় চলছিল চিরুনি তল্লাশি। আর সেই তল্লাশি থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা! বৃহস্পতিবারই জানা গিয়েছিল, তিলোত্তমার তিনজন হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছিল আয়কর বিভাগ। শোভাবাজার ১৩এ, মদনমোহনতলা স্ট্রিট- এই ঠিকানা থেকে উদ্ধার হয় প্রচুর টাকা।

সূত্রের খবর, উক্ত সংস্থা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়ে বিজ্ঞাপনের কাজ করে। এর বিনিময়ে সরকারি সংস্থার টেন্ডার, কৃষ্ণনগর পৌরসভার টেন্ডার সহ বেশ কিছু সুবিধা পায়! অফিসে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। সেখান থেকেই কৃষ্ণনগর পৌরসভার টেন্ডার দুর্নীতির সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ীর নাম উঠে এসেছে বলে খবর সূত্রের।

আরও পড়ুনঃ BJP-র সঙ্গ ত্যাগ মোস্ট লিডিং হিরোর! প্রেমিকা কৌশানির মতোই তৃণমূলে ‘এন্ট্রি’ বনির

এখানেই শেষ নয়! সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, ওই ব্যবসায়িক সংস্থার ২টি অফিসে হানা দিয়ে প্রায় ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। দুই অফিস থেকেই উদ্ধার হয়েছে বিপুল অর্থ। জানা যাচ্ছে, বুধবার রাত থেকেই শুরু হয়েছিল চিরুনি তল্লাশি। বৃহস্পতিবার সামনে আসে টাকার পাহাড় উদ্ধারের খবর।

Money recovered from Income Tax raid

যদিও এই প্রথম নয়, এর আগেও বিপুল অর্থ উদ্ধারের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। ২০২২ সালের জুলাই মাসে যেমন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাটে হানা দিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেবারও এত টাকা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল সকলের। এবার ফের ভোটের আবহে এক ব্যবসায়িক সংস্থার অফিস থেকে উদ্ধার হল এত পরিমাণ টাকা!


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর