জোর বিপাকে দলবদলু বায়রন বিশ্বাস! সাত সকালে বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রথমবারের জন্য ভোটের ময়দানে নেমে সকলকে চমকে দিয়েছিলেন বায়রন বিশ্বাস (Bayron Biswas)। রাজনৈতিক কারণে একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছেন এই নেতা। এবার সেই বায়রনের বাড়িতে হানা দিল আয়কর দফতর (Income Tax Raid)। সুত্রের খবর, আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছে আয়কর দফতরের আধিকারিকেরা।

অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনি কর ফাঁকি দিয়ে আসছেন বিধায়ক বিশ্বাস। সেই কারণেই তার বাড়িতে আয়কর হানা। শুধু বায়রনের বাড়িতেই নয় পাশাপাশি মুর্শিদাবাদ এবং বীরভূমের একাধিক জায়গাতেও আয়কর তল্লাশি চলছে।

প্রসঙ্গত, মুর্শিদাবাদে সাগরদিঘি (Sagardighi) কেন্দ্রে উপ-নির্বাচনে (Bi election) বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী ছিলেন বায়রন বিশ্বাস। শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। ব্যবসায়ী পরিবারের সন্তান বায়রন বিশ্বাসের জয়ে অবশ্য কংগ্রেস বেশিদিন খুশি থাকতে পারে নি।

bayron biswas

আরও পড়ুন: গীতা পাঠ অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী! শেষ মুহূর্তে জানাল BJP, কারণ কি?

গত জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় তার হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের বাইরন। সেই দলবদলু বিধায়কের বাড়িতেই এবার আয়কর হানা। সুত্রের খবর মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানে বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল।

বর্তমানে বিধায়ক বাড়িতে উপস্থিত রয়েছে কি না সেই বিষয়ে স্পষ্ট জানা যায়নি। বিধায়কের পরিবারের বিড়ির ব্যবসা রয়েছে। তাদের বাড়িতেও রয়েছে বিড়ির কারখানা। সামশেরগঞ্জের পাশাপাশি বিধায়কের সাগরদিঘির বাড়িতেও চলছে তল্লাশি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X