সাত সকালে ফের মুর্শিদাবাদের বিড়ি ফ্যাক্টরীতে আয়কর হানা! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ ফের আয়কর দপ্তরের নজরে মুর্শিদাবাদের (Murshidabad) বিড়ির ব্যবসা। বুধবার সকাল সকাল সুতির অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দিলেন ইনকাম ট্যাক্স (Income Tax Raid) দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা অফিসে আসেন তারা। সঙ্গে মজুত কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, এদিন প্রথমেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে অফিস ঘিরে তারপরেই শুরু হয় আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। জানা গিয়েছে, পতাকা বিড়ি কোম্পানি (Pataka Biri Factory) ছাড়াও মুর্শিদাবাদের অন্যতম বড় বিড়ি ফ্যাক্টরিতে হানা দিয়েছে আয়কর দফতর। অন্যদিকে, সকাল সকাল পতাকা অফিসে ইনকাম ট্যাক্স দপ্তরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

   

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুতিতে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দপ্তর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই এদিন ফের অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হানা দিলো আয়কর দপ্তর।

উল্লেখ্য, সেইসময় বিধায়ক জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার হয় ১১ কোটি টাকা। নেতার বাড়িতে অত পরিমান নগদ টাকা উদ্ধার হওয়াকে ঘিরে শোরগোল পরে গিয়েছিল গোটা রাজ্যে। এই বিষয়কে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজাও কম হয়নি সেই সময়।

income tax raid

অন্যদিকে বুধবার পতাকা বিড়ি ফ্যাক্টরীতে আয়কর দফতরের অভিযানে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরই মধ্যে সূত্রের খবর, এই বিড়ি সংস্থার কর্ণধার রাজনৈতিক নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এর পাশাপাশি বীরভূমের রাজগ্রাম, মালদহের তিনটি অফিস, এবং মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর ও ডাকবাংলো মোড় এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের ছয়টি গাড়ি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর