বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি দক্ষিণী ছবির জগতে আয়কর হানায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
বুধবার বিকালে হঠাতই দক্ষিণী ছবির একাধিক অভিনেতার বাড়িতে আয়কর দফতর হানা দেয়। শুধুমাত্র অভিনেতা নয়, তামিলনাড়ুর পরিচালক ও প্রযোজকের বাড়িতেও আয়কর দফতর হানা দেয়।
সূত্রের খবর, আয়কর দফতর হানায় ৩০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা বিজয়ের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর। সেখান থেকে উদ্ধার হয়েছে একের পর এক টাকা ভর্তি ব্যাগ।
আয়কর দফতরের হানার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বিজয়। আগামী ছবি ‘মাস্টার’-এর শুটিং চলছিল তাঁর। সেই সময় শুটিং স্পটে ব্যস্ত ছিলেন তিনি। জানা গিয়েছে, শুটিংয়ের জায়গা থেকে তাঁকে তুলে বাড়িতে নিয়ে আসেন আয়কর অফিসাররা। তারপর বিজয়ের উপস্থিতিতেই শুরু হয় তল্লাশি। এছাড়াও প্রযোজক াবু চেজিয়ানের বাড়িতেও চালানো হয় তল্লাশি। তাঁর বাড়ি থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ।
প্রসঙ্গত, এর আগে দক্ষিণী ছবির পরিচিত মুখ রশ্মিকা মন্দানার বাড়িতে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সদলবলে হানা দেন আয়কর দফতরের অফিসাররা।রশ্মিকার বাড়ি কর্ণাটকের কোদাগু জেলার বিরাজপেটে। তাঁর বাড়ি ও সেরেনিটি হল দুজায়গারই মালিক হলেন অভিনেত্রীর বাবা। জানা গিয়েছে, এই দুই সম্পত্তিই তাঁর নামে। দু জায়গাতেই এদিন হানা দেয় আয়কর দফতরের অফিসাররা।সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই অভিনেত্রীর বাড়িতে হানা দেন আয়কর দফতরের অফিসারেরা। বেঙ্গালুরু থেকে তিনটি গাড়িতে করে রশ্মিকার বিরাজপেটের বাড়িতে এসে উপস্থিত হয় তাঁরা। জানা গিয়েছে, সেই সময় অভিনেত্রী বাড়িতে ছিলেন না। তিনি শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন।