বাংলাহান্ট ডেস্ক : শিয়রে সপ্তম দফার ভোট। তার আগেই কলকাতায় ৩ জায়গায় হানা দিলো আয়কর দফতরের অফিসাররা! পূর্ব কলকাতার তিন জায়গায় বুধবার আয়কর দফতরের (Income Tax) অফিসাররা অভিযানে আসেন। এক ব্যবসায়ীর বাড়িতে, অফিসে এবং গুদামে অভিযান চালিয়েছেন আয়কর দপ্তরের অফিসাররা। সূত্রের খবর, অ্যাগ্রো ফার্ম ও পোলট্রির ব্যবসা রয়েছে ওই ব্যক্তির।
আয়কর দফতরের আধিকারিকদের দল আজ বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ পূর্ব কলকাতার মেট্রোপলিটন হাউসিং কমপ্লেক্স এ হানা দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ওই ব্যবসায়ীর কোন আয় বহির্ভূত সম্পত্তি আছে কিনা, এই বিষয়টি খতিয়ে দেখার জন্যই আয়কর অভিযান। ওই ব্যাবসায়ীর গোডাউনেও তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। যাওয়ার আগে গোডাউনের দরজা সিল করে দিয়েছেন তারা বর্তমানে তার বাড়িতে এবং অফিস ঘরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
আরোও পড়ুন : হাঁটু কাঁপবে চীন-পাকিস্তানের। এবার ২৬টি রাফাল কাঁপাবে সমুদ্র, খরচ শুনলে চোখ কপালে উঠবে
তবে ওই ব্যবসায়ীর কোন রাজনৈতিক যোগসূত্র বা পরিচয় আছে কিনা তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, গতকাল নির্বাচনী প্রচার চলাকালীন আয়কর দপ্তর হানা দিতে পারেন বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শহর কলকাতায় আয়কর দফতরের হানা।
অভিষেক দাবি করেন,৩১ তারিখ ও ১ তারিখ পাঁচটি পাঁচটি জায়গায় তল্লাশি হবে বলে জানিয়েছেন এক আয়কর দপ্তরের অফিসার। সে কথাই যেন মিলে গেল। পূর্ব কলকাতায় রীতিমতো তিন তিনটি জায়গায় এক সঙ্গে অভিযান চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। তবে কি জন্য আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অভিযান চালানো হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।