বাংলা হান্ট ডেস্ক : বিবিসি নিয়ে ফের সরগরম জাতীয় রাজনীতি। এবার ব্রিটিশ সংবাদমাধ্যমের দিল্লি অফিসে হানা দিল আয়কর দফতর। প্রথমে জানা গিয়েছিল, শুধুমাত্র বিবিসির দিল্লির অফিসেই হানা দিয়েছে আয়কর দপ্তর। পরে জানা যায়, মুম্বইয়ের অফিসেও ঢুকে তদন্ত চালাচ্ছে তারা। সূত্রের খবর, বিবিসির অফিসে হানা দিয়েই কর্মীদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়। তাপরই তাঁদের বাড়ি চলে যেতে বলেন আয়কর দফতরের আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশার কথা তুলে ধরা হয়।
কেন্দ্র সরকার ভারতে এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। উচ্চ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে বলে খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে সম্প্রতি তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। ভারতের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেই তথ্যচিত্র সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী বিবিসির সম্প্রচার বন্ধের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। সেই বিতর্কের মাঝেই বিবিসির অফিসে হানা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিস্তারিত আসছে…