এবার স্ত্রীর সৌজন্যে আয় হবে দ্বিগুণ! বাঁচবে ইনকাম ট্যাক্সও, জানলেই হবেন মালামাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আয়কর (Income Tax) বাঁচাতে নানান পদ্ধতি অবলম্বন করে থাকেন আয়কর দাতারা। তবে যারা বিবাহিত (Married) অর্থাৎ যাদের স্ত্রী (Wife) আছেন তারা কিছু পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই বাঁচাতে পারেন আয়কর। আয়কর সাশ্রয় করার কিছু পদ্ধতি আছে যেগুলি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের এমনই ৫টি ট্রিক সম্পর্কে জানাতে চলেছি যেগুলি অবলম্বন করলে সাশ্রয় করতে পারেন আয়কর (Income Tax)।

স্ত্রীর সাহায্যে আয়কর (Income Tax) বাঁচানোর উপায়

• আপনি ও আপনার স্ত্রী দুজনেই উপার্জন করলে যৌথ গৃহ ঋণ নিয়ে আয়কর সাশ্রয় করতে পারেন। যৌথ গৃহ ঋণ নিলে দুজনেই ৮০সি ধারার অধীনে মূল পরিশোধের উপর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এবং ২৪ (খ) ধারার অধীনে সুদের উপর ২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের দাবিদার হয়ে উঠবেন। জয়েন্ট হোম লোনের মাধ্যমে স্বামী ও স্ত্রী পেতে পারেন ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়।

আরোও পড়ুন : আবর্জনা থেকেই লক্ষ্মীলাভ! কোটি কোটি টাকার “গুপ্তধন”-এর সন্ধান পেল ভারত

• স্ত্রীর নামে এনপিএস (জাতীয় পেনশন সিস্টেম) অ্যাকাউন্ট থাকলেও দুজনে পেতে পারেন করছাড়। ৮০ ধারা সিসিডি (১বি)-এর অধীনে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত করছাড়ের দাবি জানাতে পারেন স্বামী ও স্ত্রী উভয়ই।

• আপনি ও আপনার স্ত্রী পৃথক পিপিএফ অ্যাকাউন্ট খুললে উভয় অ্যাকাউন্টে বাৎসরিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর পেয়ে যাবেন আয়কর ছাড়। প্রতিবছর এইভাবে আপনার মোট ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর আয়কর ছাড় দাবি করতে পারেন।

Income Tax related tips via wife

• স্ত্রীর নামে আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুললে ৮০টিটিএ ধারার অধীনে  পেয়ে যাবেন সুদের উপর ১০ হাজার টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা।

• স্ত্রী এবং পরিবারের জন্য স্বাস্থ্য বিমা পলিসি করলে ৮০ডি  ধারার অধীনে করছাড়ের দাবি করতে পারেন। স্বামী বা স্ত্রী এবং পরিবারের সদস্যদের জন্য করা হেল্থ ইন্সুরেন্সের প্রিমিয়ামের উপর থাকে করছাড়ের সুবিধা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X