বাংলাহান্ট ডেস্ক : ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে কর প্রদান (Income Tax) পদ্ধতি আরও সহজ করার উদ্দেশ্যে একাধিক পরিবর্তনের ঘোষণা করেন। ভারতের (India) অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) এবং টিসিএস (ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স)-এ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি কার্যকর হতে চলেছে আগামী ১ এপ্রিল থেকেই। কর প্রদানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা দূর করে সাধারণ করদাতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে করের বোঝা লাঘব করার উদ্দেশ্যেই এবার পরিবর্তন আসতে চলেছে টিডিএস এবং টিসিএস-এর নিয়মে।
কর (Income Tax) প্রদানের ক্ষেত্রে টিডিএস (TDS) এবং টিসিএস-এ (TCS) কী কী বদল?
• গত বাজেটে সুদ, ভাড়া প্রদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লেনদেনের উপর টিডিএস-এর সীমা যুক্তিসঙ্গত করার প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী। অতিরিক্ত করের বোঝা হ্রাস ও নগদের জোগান আরও মসৃণ করতে ধার্য হতে চলেছে টিডিএসের নতুন সীমা।
• বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে টিসিএসের ঊর্ধ্বসীমা ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা হতে চলেছে আগামী ১লা এপ্রিল থেকে। সন্তানদের পড়াশোনা, পারিবারিক খরচ বা অন্যান্য উদ্দেশ্যে টিসিএস ছাড়াই এবার থেকে ১০ লক্ষ টাকা পাঠানো যাবে বিদেশে।
আরও পড়ুন : বড় চমক! কমতে চলেছে GST-র হার, কী জানালেন অর্থমন্ত্রী সীতারামন?
• ১ এপ্রিল, ২০২৫ থেকে ৫০ লক্ষ টাকার অধিক বিক্রয়ের ক্ষেত্রে টিসিএস দিতে হবে না ব্যবসায়ীদের।
• এতদিন পর্যন্ত সময়মতো আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল না করলে গুণতে হত অতিরিক্ত টিডিএস বা টিসিএস। তবে গত বাজেটে সাধারণ করদাতা এবং ছোট ব্যবসাগুলিকে অতিরিক্ত করের হার থেকে ছাড় দিতে তুলে নেওয়া হয় এই নিয়ম। এবার থেকে সময়মতো আইটিআর ফাইল না করলেও করদাতাদের মুক্তি মিলবে অতিরিক্ত টিডিএস বা টিসিএস থেকে।
• এতদিন সময়মতো টিসিএস জমা না করলে ৩ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারত করদাতার। তবে নয়া আইনে এই নিয়মে আনা হয় সংশোধন। এবার থেকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া টিসিএস জমা না দিলেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না করদাতার বিরুদ্ধে।