১.২২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, কোথা থেকে এল টাকা? শ্রীরাম লালাকে নোটিশ আয়করের

বাংলা হান্ট ডেস্ক : আয়কর দফতর (Income Tax) নোটিশ পাঠালো শ্রী রাম চন্দ্রের নামে। নোটিশে জানতে চাওয়া হয়েছে তাঁর নামে জমা থাকা ১ কোটি ২২ লক্ষ টাকার উৎস কী? এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় চূড়ান্ত শোরগোল। জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নিওয়াড়ি জেলায়। সেখানের বিখ্যাত শ্রী রাম রাজা মন্দিরের কমিটিকে এই নোটিশ পাঠানো হয়েছে।

শ্রী রামচন্দ্রের নামে আয়কর বিভাগের নোটিস দেখে চক্ষু চড়কগাছ মন্দির কমিটির। সেখানে জানতে চাওয়া হয়েছে মন্দিরের অ্যাকাউন্টে থাকা ১ কোটি ২২ লক্ষ টাকা কোথা থেকে এসেছে। এই নোটিশের যথাসাধ্য উত্তরও দেয় মন্দির কমিটি। কিন্তু সেই উত্তরে মোটেই সন্তুষ্ট নয় আয়কর বিভাগ।

ram mandir

এরপরই আয়কর বিভাগের পক্ষ থেকে মন্দিরের পরিচালন কমিটির উপর প্রশ্ন তোলা হয়।। মন্দির কর্তৃপক্ষ জানায়, এই মন্দিরটি মূলত ভারত সরকারের এক্তিয়ার ভুক্ত। এরপর আয়কর দফতরের তরফ থেকে আর কোনও নোটিশ পাঠানো হয়নি বলেই জানা যাচ্ছে। গোটা বিষয়টি তদারকি করছেন নিওয়াড়ি জেলার জেলাশাসক।

বিশেষ সূত্রে খবর, ১ কোটি ২২ লক্ষ টাকার ওই মামলাটি নতুন নয়। বরং মামলাটি দায়ের করা হয় ২০১৫-১৬ সালে। এই বিরাট অংকের টাকা জমা হওয়ার পরই ২৩ মার্চ আয়কর বিভাগ মন্দির কমিটিকে নোটিশ পাঠায়। আয়কর দফতরের এই নোটিশের সাফাই মন্দির কমিটি দেয় অদ্ভুত ভাবে। তাদের দাবি এই মন্দিরটির দেখভাল তারা করলেও আদতে এটির মালিকানা ভারত সরকারের।

নিওয়াড়ি জেলার জেলাশাসক মণীশ জৈন বলেন, ‘২০১৫-১৬ সালে মন্দির কমিটির পক্ষ থেকে ১ কোটও ২২ লক্ষ ৫৫ হাজার ৫৭২ টাকা ব্যাঙ্কে জমা করা হয়। প্রথমে পুরো টাকাটাই ছিল অন্য একটি অ্যাকাউন্টে। পরে সেই টাকা জমা করা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে। আয়কর বিভাগের তরফ থেকে নোটিশ পেয়েছি। আমরা জবাবও দিই। কিন্তু আয়কর দফতর সন্তুষ্ট হয়নি। তবে এই মন্দিরের মালিকানা সরকারি হাতে রয়েছে বলায় তারপর থেকে আর কোনও নোটিশ আসেনি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর