অভিষেক মামলায় ত্রুটি! নেতার পরিবর্তে কার সই রয়েছে আবেদনপত্রে? হাইকোর্টে তোলপাড়

বাংলাহান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সেই মামলার শুনানির শুরুতেই ত্রুটি ধরা পড়ল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।

বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)) মামলাটি উঠলে ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনপত্রে অভিষেকের সই নেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আবেদনপত্রে সই রয়েছে তার বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায়ের। পাশাপাশি নেই কোনও অথরাইজেশন লেটারও (Authorisation Letter)।

আরও পড়ুন: দিল্লিতে অভিষেক ও তৃণমূলের উপর ‘অত্যাচার’! নীরবতা ভেঙে এবার মুখ খুললেন মমতা

যদি কখনও মামলাকারী সই না করতে পারে তাহলে তার পরিবর্তে আবেদনকারীর বাবা বা মা সই করতে পারেন। এমনটাই নিয়ম। তবে, সেক্ষেত্রে মামলাকারীকে সম্মতিসূচক চিঠি বা অথরাইজেশন লেটার দিতে হয়।

আরও পড়ুন: আজ থেকে রেকর্ড বৃষ্টির পূর্বাভাস! ৮ জেলায় জারি কমলা সতর্কতা, ১১ জেলায় হলুদ, জানাল হাওয়া অফিস

abhishek ed

অভিষেকের মামলার ক্ষেত্রে সেই চিঠি না থাকায় সকালে শুরু হয়নি শুনানি। ত্রুটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ দুপুরে এই মামলার ফের শুনানি রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর