বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (corona virus) নিয়ে সারা বিশ্বে যেন ত্রাহি ত্রাহি রব উঠচ্ছে। আতঙ্ক যেন পিছু হটছে না। সময়ের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে তৈরি হচ্ছে আরও উদ্বেগজনক পরিস্থিতি। সংক্রমণ রুখতে যত চেষ্টাই হোক, তা ব্যর্থ করে আরও ছড়াচ্ছে মারণ জীবাণু। ইউরোপের একাধিক দেশে থাবা বসিয়েছে COVID-19।
ইটালিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় জনজীবন কার্যত স্তব্ধ। করোনা কাঁটায় ফ্রান্সে বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহণ। আমেরিকায় কারফিউ জারি হয়েছে। ভারতেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ১২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ জনের। বিশ্বজুড়ে দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল – মৃত ৭১৫৮ জন । সবমিলিয়ে, উদ্বেগ বাড়ছে বই কমছে না।
ভারতের বাড়ল মৃতের সংখ্যা। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ৬৪ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুতে তা বেড়ে দাঁড়াল তিনে। করোনা মোকাবিলায় ভারতের ভূমিকা, তৎপরতার প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।নয়ডায় আরও দু’জনের শরীরে COVID-19। দুই পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হল।
এছাড়াও জানা গিয়েছে, আমেরিকায় করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। প্রথম ডোজ গ্রহণ করলেন এক স্বেচ্ছাসেবী। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ১২৫। মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত, ৩৬। আইআইটি-কানপুরের পড়ুয়াদের হস্টেল খালি করার নির্দেশ।