বাংলা হান্ট ডেস্কঃ বর্ডার- গাভাস্কার ট্রফির (Bordar-Gavaskar Trophy) প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হতে হয় টিম ইন্ডিয়াকে (Indian cricket team)। অস্ট্রেলিয়া কাছে প্রথম টেস্ট ম্যাচ জগন্য ভাবে হারার পর দ্বিতীয় ম্যাচ দিয়ে এই সিরিজে ঘুরে দাড়াতে মরিয়া টিম ইন্ডিয়া (Indian cricket team)। আর তাই দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে।
খারাপ ফর্ম এবং সিরিজে অনবরত খারাপ পারফরম্যান্সের জেরে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে পারেন পৃথ্বী শ (Pritbi shaw)। পৃথ্বী শ-র বদলে দলে আসতে পারেন প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল (Subman gill)। এছাড়াও অস্ট্রেলিয়ার তাবড় তাবড় বোলারদের সুইংয়ের সামনে খুবই নড়বড়ে মনে হয়েছে পৃথ্বী শ-কে। আর সেই কারণেই দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল সুযোগ পেতে চলেছেন দ্বিতীয় টেস্টে।
এছাড়াও খারাপ ব্যাটিং পারফরমেন্সের জন্য সম্ভবত দ্বিতীয় টেষ্ট ম্যাচ থেকে বাদ পড়তে চলেছেন বাংলার ঋদ্ধিমান সাহা। তার বদলে দলে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দুটি ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ঋদ্ধিমান অপরদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন পন্থ। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত টেস্ট সিরিজেও সেঞ্চুরি করেছিলেন পন্থ। আর তাই দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থ সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
https://twitter.com/BCCI/status/1341602800560586753?s=20
এছাড়া বিরাট কোহলির অবর্তমানে প্রথম একাদশে আসতে চলেছেন কে এল রাহুল। অপরদিকে চোটের কারণে টেস্ট সিরিজ ছিটকে গিয়েছেন তারকা পেসার মহম্মদ সামি। তার পরিবর্তে দলে আসতে পারেন মহম্মদ সিরাজ।