আহমেদাবাদ টেস্টে ১০ বছরের রেকর্ড ভেঙ্গে ইতিহাস তৈরি করবে ভারত! পিচ দেখে চাঞ্চল্যকর মন্তব্য স্মিথের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাগপুরে এবং দিল্লিতে পরপর দুটি টেস্ট জিতে সিরিজ জয়ের অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল ভারতীয় দল (Team India)। কিন্তু ইন্দোরের টেস্ট (Indore Test) ম্যাচটি জিতে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই জমিয়ে দিয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়া। এখন ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC) নিশ্চিত করতে গেলে আহমেদাবাদের টেস্টটি (Ahmedabad Test) জিততেই হবে। ওই ম্যাচ হারলে বা ড্র করলে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে।

চতুর্থ টেস্টে যখন মুখোমুখি হবে ভারত- অস্ট্রেলিয়া, তখন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটিকে আরও বিশেষ করে তুলতে প্রথম দিনেই মাঠে উপস্থিত থাকবেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। মোট ১,৩২,০০০ ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ওই বিশেষ দিনে একটি বিশ্বরেকর্ড তৈরি হতে পারে। টিকিট বিক্রির পরিমাণ দেখে আন্দাজ করা হচ্ছে যে ১,১০,০০০ দর্শক একসঙ্গে ম্যাচটি দেখতে পারবেন। এমনটা হলে ১০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব রেকর্ড গড়বে ভারত।

২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নামে। সেই সময়ে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যাশেজের ম্যাচ দেখতে এমসিজিতে উপস্থিত হয়েছিলেন ৯১,০৯২ টেস্ট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই রেকর্ডটি আজ আর সুরক্ষিত বলে মনে হচ্ছে না।

কিন্তু আহমেদাবাদ টেস্টের পিচ কিরকম হবে? সিরিজ এবং বাকি তিনটি টেস্ট ম্যাচের মতো এই ম্যাচটিও কি মাত্র তিন দিনের শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার পারফরম্যান্সকে ছাপিয়ে পিচ বিতর্ক সামনে এসেছে বিভিন্ন সময়। এবার আহমেদাবাদের পিচ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।

pitch smith starc

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করা জানিয়েছেন, “এখনো পর্যন্ত ভারতে যে কটা পিচে আমরা টেস্ট ম্যাচ খেললাম তার মধ্যে দেখে মনে হচ্ছে আহমেদাবাদ ব্যাটিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত পিচ।” এরপর তিনি আরও বলেছেন, “আমার এখন যা বয়স তাতে আমার মনে হয় না পরের বারে অস্ট্রেলিয়া যখন ভারত সফরে টেস্ট খেলতে আসবে তখন আমি আর সেই দলের অংশ হব। কিন্তু ভবিষ্যতের কথা পুরোপুরি নিশ্চিত ভাবে কেউই বলতে পারে না।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর