বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটিং দেখে বাকিদের মতোই মুগ্ধ হয়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। তাই ২৭শে আগস্ট ভারতের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলিকে নিয়ে চিন্তিত তারা। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আশা করছেন যে বিরাট কোহলি তার পাকিস্তানের বিরুদ্ধে যে অতিমানবীয় ইনিংস খেলেছেন, তার পুনরাবৃত্তি তাদের বিরুদ্ধে করবেন না।
যদিও নেদারল্যান্ডসকে হারাতে বিরাট কোহলির এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রয়োজন ভারতের পড়বে না। খাতায় কলমে নেদারল্যান্ডস ভারতের চেয়ে অনেক পিছিয়ে। স্কট, যিনি একসময় একজন মেলবোর্নের বাসিন্দা ছিলেন এবং এখন নেদারল্যান্ডসের হয়ে ক্রিকেট খেলেন, তিনি জানিয়ে দিয়েছেন যে তার পক্ষ থেকে দলের ওপর কোনও অযথা প্রত্যাশা নেই, তবে তার সতীর্থরা নিজেদের সেরাটা দিক, এবং সাহসী ক্রিকেট খেলুক।
বুধবার ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে স্কট এডওয়ার্ডস বলেন, “আগের দিন বিরাট কোহলি যা করেছেন তা অকল্পনীয়। আশা করি তিনি আমাদের বিরুদ্ধে এর পুনরাবৃত্তি করবেন না। যদিও বেশিরভাগ মানুষই আমাদের জয়ের আশা করে না এবং তাই আমাদের উপর খুব বেশি চাপ নেই। কিন্তু বিশ্ব ক্রিকেটের কিছু বড় সুপারস্টারে ভরা একটি দলের বিরুদ্ধে খেলে নিজেদের যোগ্যতাপ্রমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তাদের মূল লক্ষ্য হলো নিজেদের সেরাটা দিয়ে ভারতকে আটকানোর চেষ্টা করা। তাদের জীবনের শ্রেষ্ঠ ক্রিকেট টিম তারা খেলবেন বলে তিনি জানিয়েছেন এবং সেটা যদি যথেষ্ট হয় তাহলে ভালো কিন্তু সেটা যদি যথেষ্ট না হয় তাহলেও তাদের হাতে কিছু নেই বলে জানিয়ে দিয়েছেন অধিনায়ক।
ভারতের মতন একটা দলের বিরুদ্ধে ক্রিকেট খেলতে পারা যে তাদের কাছে একটা স্বপ্ন সেটাও উল্লেখ করতে বলেননি তিনি। তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা পান্না সেই নিয়ে আফসোস প্রকাশ করেও তিনি বলতে বাধ্য হয়েছেন যে খুব সম্ভবত সেই সিরিজটি আয়োজিত হলে তা বিসিসিআইয়ের পক্ষে খুব একটা লাভজনক হবে না, সেই জন্যই এমনটা হয়নি। যদিও সেই ব্যাপারটাকে তিনি দুঃখজনক মনে করেন।