বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আইপিএল ২০২২ এর পরে জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিসিআই। এই সিরিজে অনেক বড় খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কথাও হাওয়ায় ভাসছে। এমন পরিস্থিতিতে তরুণ খেলোয়াড়দের দলে জায়গা করে নেওয়ার ভালো সুযোগ থাকবে। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওবাগ সম্প্রতি এই টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেতে পারেন এমন ৩ তরুণ বোলারের নাম দিয়েছেন।
৯ জুন দিল্লি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দলের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওবাগ মনে করেন এই সিরিজে প্রধান ফাস্ট বোলারদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত। ক্রিকবাজের সাথে কথোপকথনে শেবাগ বলেছেন, ‘আপনি আপনার প্রধান বোলারদের বিরতি দিতে পারেন, কারণ ইংল্যান্ডে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। আইপিএলে যারা ভালো করেছে তাদের হোম সিরিজে সুযোগ দেওয়া যেতে পারে। দলে থাকতে পারেন স্পিডস্টার উমরান মালিক, অর্শদীপ সিং ও আবেশ খান।
পাঞ্জাব কিংসের ফাস্ট বোলার অর্শদীপ সিং আবারও তার কৃপণ বোলিং দিয়ে সবার নজর কেড়েছেন। পাঞ্জাবের পেসারকে নিয়ে সেওবাগ বলেন, ‘আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছেন। আমি বলতে চাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন হোম টি-টোয়েন্টি সিরিজে অন্তত অর্শদীপের সুযোগ পাওয়া উচিত। এটি আপনাকে একটি ধারণা দেবে যে তিনি আন্তর্জাতিক দলের বিরুদ্ধে কীভাবে বল করেন তা দেখার এবং তিনি কিছুটা অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন।
অর্শদীপ সিং এখন পর্যন্ত আইপিএল ২০২২-এ ৯ ম্যাচে মাত্র ৩ উইকেট নিলেও তিনি মাত্র ৭.৭০ ইকোনমিতে রান খরচ করেছেন। আবেশ খান এই মরশুমে এখনও পর্যন্ত ৮ টি ম্যাচ খেলেছেন, তিনি এই ম্যাচে ৮.৩৩ ইকোনমি রেটে ১১ টি উইকেট পেয়েছেন। একই সঙ্গে চলতি মরশুমে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন উমরান মালিক। চলতি আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বলটি (১৫৪ কিমি/ঘন্টা) বেরিয়েছে তারই হাত থেকে আজ ১লা মে চেন্নাই সুপার কিংস বনাম হায়দরাবাদ ম্যাচে।