নেপথ্যে রয়েছে এই ঘটনা! তাই ১৫ আগস্ট নয়, পশ্চিমবঙ্গের এই দুই জেলায় স্বাধীনতা দিবস ১৮ আগস্ট

বাংলাহান্ট ডেস্ক : ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ (India)। ১৫ ই আগস্ট দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবের। আমাদের যখন ছোটবেলায় জিজ্ঞাসা করা হত ভারতের স্বাধীনতা দিবস কবে, তখন আমরা সবাই উত্তর দিতাম ১৫ ই আগস্ট।

কিন্তু আপনারা জানলে অবাক হবেন আমাদের রাজ্যের এমন দুই জেলা রয়েছে যেখানে স্বাধীনতা দিবস পালিত হয় ১৮ই আগস্ট। কথাটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আসলে এই দুই জেলা ১৮ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল। ভাবছেন ব্যাপারটা ঠিক কী? চলুন সেই বিষয়েই জেনে নেব এই প্রতিবেদনে।

ভাইসরয় লুই মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১২ আগস্ট ঘোষণা করেন যে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা দেওয়া হবে ভারতবর্ষকে। তবে এই ঘোষণার অনেক আগেই ঠিক হয়ে যায় যে স্বাধীনতা পেলেও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ভারত। গঠিত হবে দুটি স্বাধীন দেশ। একটি ভারতবর্ষ, অপরটি পাকিস্তান।

 

দেশভাগের গুরু দায়িত্ব দেওয়া হয় ইংরেজ অফিসার সিরিল র‍্যাডক্লিফকে। তাকে দুই দেশের সীমানা নির্ধারণ করতে বলা হয়। কিন্তু তারই একটি ভুলে নদীয়া জেলাটি চলে যায় পূর্ব পাকিস্তানের মধ্যে। একই অবস্থা হয় মালদারও। কৃষ্ণনগর সদর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রানাঘাট- স্বাধীনতার আগে এই পাঁচটি মহকুমা ছিল নদীয়া জেলায়।

র‍্যাডক্লিফ সাহেবের ভুলে এই সব কটি জায়গায় পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হন। পথে নেমে ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেন এই দুই জেলার মানুষও। এরপরেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। সেই নির্দেশ মেনে মানচিত্রে কিছু পরিবর্তন করেন র‍্যাডক্লিফ।

আরোও পড়ুন : বন্ধ বীরেন্দ্র সেতু! এবার ১৩ থেকে বেড়ে ১৩০ কিমি হবে মেদিনীপুর-খড়গপুর, দেখুন বিকল্প কোন রুট বাছবেন

ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন অবস্থা বেগতিক দেখে নির্দেশ দেন হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতের ও মুসলিম অধ্যুষিত অঞ্চল পূর্ব পাকিস্তানের অন্তর্গত করতে। সেই নির্দেশ মেনে মানচিত্রে কিছু পরিবর্তন করেন র‍্যাডক্লিফ। সীমানা সংক্রান্ত সমস্যা তিনি ১৭ ই আগস্ট রাতে ঠিক করেন। এরপর নদীয়া ও মালদা জেলার মানুষ ১৮ই আগস্ট মেতে উঠেন স্বাধীনতার আনন্দে।

independence day 2023

নদিয়ার শিবানীবাস ছাড়াও শান্তিপুর, কল্যাণী, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, শিকারপুর এবং করিমপুরের মত এলাকাগুলিও পাকিস্তানের মানচিত্রে ঢুকে পড়েছিল। এছাড়াও ১৫ ই আগস্ট এর পর ভারতের অন্তর্ভুক্ত হয় মালদা জেলার রতুয়া এবং দক্ষিণ দিনাজপুরের বেলুড়ঘাট গ্রামও। তাই এইসব জায়গার মানুষেরা ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর